• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১  |   ২৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিলেটে আবাসিক হোটেল থেকে আটক ১০

  অধিকার ডেস্ক

০১ জুন ২০১৮, ০৯:২৫

জেলার বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে তিন নারীসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। রাজমনি হোটেলের পাঁচ পুরুষ ও তিন নারী আর সেতারা হোটেল থেকে ম্যানেজার ও এক নারীকে আটক করা হয়।

বৃহস্পতিবার (৩১ মে) দুপুর থেকে বিকাল ৪টা পর্যন্ত সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ তাদের আটক করে। অভিযানে নেতৃত্ব দেন মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক জিএম হামিদুর রহমান ও উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জানু মিয়া।

ডিবি পুলিশ জানায়, দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সিলেটের রাজমনি ও দক্ষিণ সুরমার হোটেল সেতারায় অভিযান পরিচালনা করা হয় । এ সময় জিন্দাবাজারে হোটেল রাজমনি থেকে আটজন ও দক্ষিণ সুরমার হোটেল সেতারা থেকে দুইজনকে আটক করা হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মুহম্মদ আবদুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক নারী-পুরুষদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা জানাতে সরাসরি দৈনিক অধিকারকে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড