• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

চট্টগ্রাম আদালতে নেয়া হচ্ছে রিজেন্ট সাহেদকে

  আদালত প্রতিবেদক

১১ অক্টোবর ২০২০, ১১:২৪
চট্টগ্রাম আদালতে নেয়া হচ্ছে রিজেন্ট সাহেদকে
চট্টগ্রাম আদালতে নেয়া হচ্ছে রিজেন্ট সাহেদকে (ছবি : সংগৃহীত)

করোনা পরীক্ষার রিপোর্ট নিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ ওরফে সাহেদ করিমকে আজ চট্টগ্রাম আদালতে তোলা হবে।

চট্টগ্রামের প্রতিষ্ঠান মেগা মোটরসের অর্থ আত্মসাতের মামলায় হাজিরার জন্য রোববার দুপুর ১টার দিকে তাকে আদালতে নেয়া হচ্ছে।

এর আগে শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে সাহেদকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয় বলে জানিয়েছিলেন চট্টগ্রামের জেলার রফিকুল ইসলাম।

ঢাকায় রুটপারমিট পাইয়ে দেয়ার আশ্বাস দিয়ে গাড়ির যন্ত্রাংশ আমদানিকারক প্রতিষ্ঠান মেগা মোটরস থেকে ৯১ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গত ১৩ জুলাই চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানায় একটি মামলা হয়। ওই মামলায় হাজিরার জন্য সাহেদকে চট্টগ্রামে আনা হয়েছে।

এজাহার সূত্রে জানা গেছে, রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ প্রতারণার মাধ্যমে মেগা মোটরসের ৯১ লাখ ২৫ হাজার টাকা আত্মসাৎ করেছেন।

প্রসঙ্গত, সাহেদ করিম ঢাকার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান। করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে চিকিৎসার নামে প্রতারণা করে আলোচনায় আসার পর গ্রেফতার হন। তার বিরুদ্ধে করোনা টেস্ট না করে ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগ রয়েছে। এভাবে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন সাহেদ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড