• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১  |   ২৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

৬ আগস্ট থেকে আপিল বিভাগের চেম্বার কোর্ট চলবে

  আদালত প্রতিবেদক

২৯ জুলাই ২০২০, ১৮:২০
সুপ্রিম কোর্ট (ছবি : সংগৃহীত)
সুপ্রিম কোর্ট (ছবি : সংগৃহীত)

ভার্চুয়াল মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারিক কার্যক্রম আগামী ৬ আগস্ট থেকে চলবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন

বুধবার (২৯ জুলাই) আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞা সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ রোধকল্পে এবং শারীরিক উপস্থিতি ব্যতিরেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার করে শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য বাংলাদেশের প্রধান বিচারপতির সদয় অনুমোদনক্রমে আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান ৬ আগস্ট সকালে ১১টা ৩০ মিনিট থেকে আপিল বিভাগের চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।

আরও পড়ুন : রন-দীপুর জরিমানার আদেশের বিরুদ্ধে আপিল

প্রসঙ্গত, করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে এবং দেশজুড়ে সাধারণ ছুটি থাকায় আদালত ব্যবস্থা বন্ধ রেখে ভার্চুয়াল কোর্ট চালুর উদ্যোগ নেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। পরে এ সংক্রান্ত বিধি সংশোধন করা হয়। এরপর থেকে সুপ্রিম কোর্ট-সহ দেশের অধস্তন সব আদালতে ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড