• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১  |   ২৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

গোপালগঞ্জে দাফনের ৩ মাস পর স্কুলছাত্রীর লাশ উত্তোলন

  গোপালগঞ্জ প্রতিনিধি

২৯ আগস্ট ২০১৯, ১৭:৪১
লাশ উত্তোলন
লাশ উত্তোলন (ছবি : দৈনিক অধিকার)

গোপালগঞ্জে দাফনের প্রায় তিন মাস পর স্কুলছাত্রী লামিয়া ইসলামের পুনরায় ময়না তদন্তের জন্য কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন সাহার উপস্থিতিতে কবর থেকে লামিয়ার লাশ উত্তোলন করা হয়।

এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক ফতেহ মো. ইফতেখারুল আলম উপস্থিত ছিলেন।

লামিয়া ইসলাম সদর উপজেলার ডুমদিয়া গ্রামের সেনা সদস্য নূর ইসলামের মেয়ে। সে রংপুর ক্যান্টনম্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

উল্লেখ্য, চলতি বছরের ৮ জুন শনিবার মামার বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় লামিয়া ইসলামের লাশ উদ্ধার করা হয়। ঘটনার আগের দিন সে তার মায়ের সঙ্গে গ্রামের বাড়ি ডুমদিয়া থেকে সদর উপজেলার তালা গ্রামে মামা বাড়িতে বেড়াতে যায়। সেখানে সে সময়ে লামিয়া আত্মহত্যা করেছে বলে থানায় জিডি দায়ের হয়। পরে এ বিষয়ে গোপালগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করা হয় এবং মামলার তদন্তের দায়িত্ব সিআইডির কাছে হস্তান্তর করা হয়।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড