• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১  |   ২৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

কাঠের ব্রিজে ঝুঁকিপূর্ণ যাতায়াত

  কুড়িগ্রাম প্রতিনিধি

১৫ নভেম্বর ২০১৮, ২১:০১
ব্রিজ
কাঠের ব্রিজ দিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় যাতায়াত করছে স্থানীয়রা (ছবি : দৈনিক অধিকার)

কুড়িগ্রামের রাজারহাটে স্বরুপচামারু এলাকায় কাঠের ব্রিজ দিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় যাতায়াত করছে প্রায় ৫ হাজার পরিবার। দীর্ঘ দিন হলেও নতুন করে কোনো ব্রিজ নির্মাণ না হওয়ায় দুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসাী।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সরেজমিনে জানা যায়, উপজেলার রাজারহাট ইউনিয়নের বাবুর বাজার-পাইকপাড়া রাস্তার দুই পাশে প্রায় ২০ হাজার মানুষ বসবাস করে। গত বছর ভয়াবহ বন্যায় স্বরুপচামারু এলাকায় ড্রেনের উপর নির্মিত ব্রিজ ধসে পড়লে স্থানীয় চেয়ারম্যান মো. এনামুল হক ওই এলাকার লোকজনের যাতায়াতের সুবিধার্থে ভেঙে পড়া ব্রিজের উপর কাঠের ব্রিজ নির্মাণ করে দেন।

এছাড়া তারা আরোও বলেন, এ এলাকার লোকজন প্রতিদিন বৈদ্যের বাজার, বাবুর বাজার ও রাজারহাট উপজেলা সদরে ব্যবসা-বাণিজ্য করার জন্য প্রতিনিয়ত ওই রাস্তা দিয়ে চলাচল করে। যাতায়াত করতে ওই ঝুঁকিপূর্ণ কাঠের ব্রিজই তাদের একমাত্র ভরসা। স্কুলগামী ছাত্র-ছাত্রীরাও ঝুঁকি নিয়ে ওই ব্রিজ দিয়ে যাতায়াত করে। তবে ভারী মালবাহী কোন যানবাহন ওই ব্রিজের উপর দিয়ে নিয়ে যাওয়া-আসা করতে না পারায় বিভিন্ন ধরণের মালামাল হাট-বাজারে নিতে সমস্যার সৃষ্টি হয়। বিকল্প পথে হাঁটতে তাদের বেশ কিছু দূর পথ অতিক্রম করতে হয়। ফলে দিন দিন জনদুর্ভোগ বৃদ্ধি পাচ্ছে। এলাকাবাসীরা ওই ড্রেনের উপর ব্রীজ নির্মাণের দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে রাজারহাট উপজেলা প্রকৌশলী কাজী মো. রেজাউল হাফিজ বলেন, বাজেট এলে ব্রীজ নির্মাণ করা হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড