• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঘন কুয়াশায় দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, আহত একাধিক 

  খলিল উদ্দিন ফরিদ, ভোলা:

১২ ডিসেম্বর ২০২৩, ১৪:৫১
লঞ্চের সংঘর্ষ

ভোলার মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে দুই যাত্রীবাহি লঞ্চের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী।

সোমবার (১১ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১২ টার দিকে মেঘনা নদীর হাইমচর নামক জায়গায় সুরভী-৮ ও টিপু-১৪ লঞ্চের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সুরভী-৮ লঞ্চের পরিচালক মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত যুবকের নাম মো. সোহেল। তার বাড়ি ভোলা সদর উপজেলার ইলিশায়।

সুরভী-৮ লঞ্চে থাকা যাত্রী শাফায়াত আহমেদ রাজিব জানান, ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে প্রায় আড়াইশো যাত্রী নিয়ে সুরভী-৮ লঞ্চটি ঢাকার সদরঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। লঞ্চটি মেঘনা নদীর হাইমচর নামক জায়গায় গেলে ঢাকা থেকে ভোলার চরফ্যাশনগামী টিপু-১৪ নামে আরেকটি যাত্রীবাহি লঞ্চ সুরভী-৮ লঞ্চটিকে সজোরে ধাক্কা দেয়। এতে লঞ্চটির ডান অংশ ভেঙে যায়। এ ঘটনায় লঞ্চের বেশ কয়েকজন যাত্রী আহত হয়। তাদের মধ্যে সোহেল নামে এক যাত্রী মারা গেছে। নিহত এবং আহতরা লঞ্চেই আছে। এ ঘটনায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। সুরভী লঞ্চটি হাইমচর নামক জায়গায় একটি ডুবচরে আটকা আছে।

সুরভী-৮ লঞ্চের পরিচালক মো. মিজানুর রহমান জানান, ঘন কুয়াশায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় সুরভী-৮ লঞ্চের প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সুরভী লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। নিহত এবং আহতরা লঞ্চেই আছে।

এ বিষয়ে টিপু-১৪ লঞ্চের ইনচার্জকে একাধিকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি। যার কারনে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড