• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১  |   ২৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

কৃষি প্রণোদনা দেয়ার লোভ দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ  

  মনিরুজ্জামান মনির, নন্দীগ্রাম (বগুড়া):

৩০ অক্টোবর ২০২৩, ১৪:২২
কৃষি প্রণোদনা

বগুড়ার নন্দীগ্রামে প্রণোদনার সার-বীজ পাইয়ে দেয়ার লোভ দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে সাবেক নারী ইউপি সদস্য লিলি খাতুনের বিরুদ্ধে।

রোববার (২৯ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ অভিযোগ করেন নন্দীগ্রাম সদর ইউনিয়নের হাটুয়া গ্রামের শ্রী নিখিল চন্দ্র সূত্রধর।

অভিযোগে তিনি উল্লেখ করেন, নন্দীগ্রাম সদর ইউনিয়ন পরিষদের সাবেক নারী সদস্য ডেরাহার গ্রামের মোঃ হারেজ আলীর স্ত্রী কৃষি প্রণোদনার সার ও বীজ পাইয়ে দেওয়ার কথা বলে ১ হাজার টাকা করে মোট ১০ জনের কাছ থেকে ১০ হাজার টাকা নিয়েছে। এর আগে সে ২০০ টাকা করে নিতো। আমরা টাকা তুলে আমাদের গ্রামের নিমাই চন্দ্রের মাধ্যমে লিলি খাতুনকে ১০ হাজার টাকা দিয়েছি।

অভিযোগ বিষয়ে জানতে চাইলে নন্দীগ্রাম সদর ইউনিয়ন পরিষদের সাবেক নারী সদস্য লিলি খাতুন বলেন, আমি ১ মাস হলো কৃষি অফিসেই যাইনি। আমি কারও কাছ থেকে টাকা নেইনি। আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলা হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক বলেন, সঠিক প্রক্রিয়ার মাধ্যমে কৃষকদের প্রণোদনার সার-বীজ দেওয়া হবে। কাউকে কোন টাকাপয়সা দেওয়ার প্রয়োজন হবেনা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুমায়ুন কবির এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, নিখিল চন্দ্র সূত্রধর নামের একজন অভিযোগ করেছেন। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড