• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১  |   ২৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

বান্দরবা‌নের রুমায় কেএনএফ এর সঙ্গে সেনাবা‌হিনীর গোলাগুলি, আটক ১

  মো. আব্দুর রহিম, স্টাফ রিপোর্টার, বান্দরবান

১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৫৮
কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)

বান্দরবানের রুমা উপ‌জেলায় সেনাবাহিনীর স‌ঙ্গে কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর গোলাগুলির ঘটনা ঘ‌টে‌ছে। এ ঘটনায় কেএনএফ এর এক সদস্যকে আহতাবস্তায় আটক করা হয়েছে। ঘটনাস্থল থে‌কে এক‌টি অস্ত্র উদ্ধার করা হ‌য়ে‌ছে।

আহ‌তের নাম বয়রেম বম (২২) তার বাড়ি রুমা সদর ইউ‌নিয়‌নের বেতেল পাড়ায়। সে কেএনএফ এর স‌ক্রিয় সদস‌্য। সোমবার (১৮‌ সেপ্টেম্বর) সা‌ড়ে ১১ টায় রুমা উপ‌জেলার সদর ইউনিয়নের জাইয়ন পাড়া বম হো‌স্টেল এলাকায় এ ঘটনা ঘ‌টে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, রুমা উপ‌জেলার জাইয়ন পাড়ার কা‌ছে কেএনএফ এর‌ এক‌টি দল অবস্থান কর‌ছে এমন খবর পে‌য়ে সেনা টহল দল ঘটনাস্থ‌লে যায়। সেখা‌নে আগে থে‌কে ওত পে‌তে থাকা ‌কেএনএফ এর সদস্যরা সেনাবাহিনীর টহল দ‌লকে লক্ষ্য ক‌রে গু‌লি চালায়। এ সময় সেনা সদস্যরা পাল্টা গু‌লি চালা‌লে বয়‌রেম বম না‌মে কেএনএফ এর এ সদস্য আহত হয়। প‌রে তা‌কে উদ্ধার ক‌রে রুমা উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে প্রাথ‌মিক চি‌কিৎসা শে‌ষে সেনা পাহারায় বান্দরবান সদর হাসপাতা‌লে পাঠানো হয়। এ সময় ঘটনাস্থল থে‌কে এক‌টি অস্ত্র উদ্ধার করা হ‌য়।

ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে রুমা উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মাহবুবুল হক জানান, রুমা সদরের জাইয়ন পাড়া এলাকায় সেনা সদস্যরা টহলরত অবস্থায় কেএনএফ এর সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় কেএনএফ এর এক সদস্য আহত হয়েছে। তাকে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে সেনাবাহিনীর সদস্যদের পাহারায় বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেছেন বলে জানান তিনি।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড