• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১  |   ২৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

হাটহাজারী উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষিকা হলেন মোছাম্মৎ নাছরিন আক্তার

  আবুল মনছুর, হাটহাজারী (চট্টগ্রাম)

১১ সেপ্টেম্বর ২০২৩, ১৬:০৪
শ্রেষ্ঠ শিক্ষিকা

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন মোছাম্মৎ নাছরিন আক্তার।

তিনি উপজেলা সদরের হাটহাজারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। জাতীয় প্রাথমিক শিক্ষক পদক-২০২৩ উপলক্ষে তিনি উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে শ্রেষ্ঠত্বের মর্যাদায় নির্বাচিত করা হয়। গত মঙ্গলবার উপজেলা শিক্ষা কর্মকর্তার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আশরাফুল আলম সিরাজী জানান, প্রাথমিক শিক্ষা পদক প্রদান বিষয়ক উপজেলা বাছাই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কমিটির সভাপতি ইউএনও এবিএম মশিউজ্জামান শিক্ষিকা মোছাম্মৎ নাছরিন আক্তারকে উপজেলার শ্রেষ্ঠ ঘোষণা করেন। স্ব-স্ব বিদ্যালয়ের শিক্ষা প্রশাসন ব্যবস্থাপনা, সমাপণী পরীক্ষায় সফলতা অর্জনসহ শিক্ষা ক্ষেত্রে অনন্য অবদানের জন্য তাকে সেরা নির্বাচিত করা হয়।

মোছাম্মৎ নাছরিন আক্তার এবিষয়ে বলেন, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হওয়ায় অনেক ভালো লাগছে। তবে এ অর্জন আমার একার নয়। এ অর্জন হাটহাজারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকলের।

তিনি আরও বলেন, জেলা ও বিভাগ পর্যায়েও যেন এই শ্রেষ্ঠত্ব অব্যাহত রাখতে পারি তার জন্য সবার কাছে দোয়া কামনা করছি।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড