• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১  |   ২৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

এম.এইচ.ভি কার্যক্রম অব্যাহত রাখার দাবিতে রাজপথে জনতা

  সোহেল রানা, সিরাজগঞ্জ

১০ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৩৯
এম.এইচ.ভি কার্যক্রম অব্যাহত রাখার দাবিতে রাজপথে জনতা

সিরাজগঞ্জের কামারখন্দে কমিউনিটি ক্লিনিক মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার (এমএইচভি) সংক্রান্ত সার্বিক কার্যক্রম বন্ধ ঘোষণার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এমএইচভি সদস্যরা।

উপজেলা এমএইচভি এ্যাসোসিয়েশনের আয়োজনে রবিবার সকালে কামারখন্দ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

উপজেলা এমএইচভি এ্যাসোসিয়েশনের সভাপতি ফরিদুল আলী শাহানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা এমএইচভি এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফনিরুল ইসলাম ফনি, কোষাধ্যক্ষ হাফিজুল ইসলাম, সদস্য লিলি রানী সরকার প্রমুখ। শেষে উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) সুমা খাতুনের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন উপজেলা এমএইচভি অ্যাসোসিয়েশনের সদস্যরা।

মানববন্ধনে সিবিএইচসি কর্তৃক এমএইচভি সংক্রান্ত কার্যক্রম বন্ধ ঘোষণার নোটিশ প্রত্যাহার ও বর্তমান পণ্য দ্রব্যের বাজার মূল্য বিবেচনায় বেতন ভাতা বৃদ্ধি করার দাবি জানান বক্তারা।

উল্লেখ্য, কমিউনিটি বেইজড হেলথ কেয়ার(সি,বি,এইচ,সি) অপারেশনাল প্ল্যানের আওতায় সারা দেশে ১৯ টি জেলায় ১০৭ টি উপজেলার কমিউনিটি ক্লিনিক সমূহে ২১ হাজার মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার(এম,এইচ,ভি) মাঠ পর্যায়ে কর্মরত আছেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড