• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১  |   ২৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

নরসিংদীতে অস্ত্রসহ একজন গ্রেফতার

  নাসিম আজাদ, স্টাফ রিপোর্টার, নরসিংদী

১২ আগস্ট ২০২৩, ১৫:৪৫
শুটার গান

নরসিংদীর রায়পুরায় একটি ওয়ান শুটার গান ও ৪৬ রাউন্ড কার্তুজসহ মো: আতিক হাসান (২০) নামে একজনকে গ্রেপ্তার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১২ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) সামসুল আরেফিন।

এর আগে শুক্রবার সন্ধ্যায় রায়পুরা থানার বীরকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া মোঃ আতিক হাসান (২০) রায়পুরা উপজেলার বীরকান্দি মধ্যপাড়া এলাকার মোঃ জামাল মিয়ার ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, জেলা পুলিশের চলমান অস্ত্র ও মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যায় রায়পুরা থানার বীরকান্দি গ্রামের ১০ নং সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে ৪৬ রাউন্ড কার্তুজসহ তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তার দেখানো মতো শুক্রবার রাতে রায়পুরা থানার বীরকান্দি পশ্চিমপাড়া গ্রামের মোঃ কাদের খানের বাড়ির পাশে জঙ্গলের ভিতর হতে একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে রায়পুরা থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড