• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু 

  মনিরুজ্জামান, নরসিংদী

১০ আগস্ট ২০২৩, ১২:৫৮
বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু 
উদ্ধারকৃত শিশুর মরদেহ (ছবি : অধিকার)

নরসিংদীতে বালতির পানিতে ডুবে আবু তালহা নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (৯ আগস্ট) সকাল ১০টায় নরসিংদীর রায়পুরা উপজেলার উত্তর বাখর নগর ইউনিয়নের বড়চর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু আবু তালহা বড়চর তালিমুননিসা মহিলা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল রশিদের ছেলে।

উত্তর বাখরনগর ইউপি সদস্য মো. রহমত আলী শিশু তালহা নিহত হওয়ার বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বড়চর তালিমুননিসা মহিলা মাদরাসার পাশের একটি ঘরে স্ত্রী ও একমাত্র শিশু সন্তানকে নিয়ে ওই মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল আবুল রশিদ দীর্ঘ দিন ধরে বসবাস করে আসছেন। বুধবার সকালে শিশু তালহা মাদরাসার সীমানার ভেতরে খেলা করছিলেন। ওই সময় তার মা-বাবা কাজে ব্যস্ত ছিলেন। খেলার এক পর্যায়ে টিউবওয়েলের পাশে রাখা পানি ভর্তি বালতিতে উপুড় হয়ে পড়ে যায় শিশু তালহা। আশেপাশে কেউ না থাকায় বালতির মধ্যেই শিশুটির মৃত্যু হয়।

উত্তর বাখর নগর ইউপি সদস্য মো. রহমত আলী বলেন, খেলার ছলে বালতির ভেতর পড়ে যায় শিশু তালহা। বালতির ভেতর পানি থাকায় পানিতে ডুবে তার মৃত্যু হয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড