• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

কাপ্তাইয়ে সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন 

  এম কামাল উদ্দিন, সিনিয়র স্টাফ রিপোর্টার (রাঙামাটি)

০১ আগস্ট ২০২৩, ১৪:০৮
কাপ্তাইয়ে সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন 
কাপ্তাইয়ে সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন এমপি দীপংকর তালুকদার (ছবি : অধিকার)

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর রাঙামাটি পার্বত্য জেলা কর্তৃক কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের সাক্রাছড়ি জুনিয়র হাই স্কুল হতে ছোট পাগলী পাড়া পর্যন্ত সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার।

গতকাল সোমবার বিকালে সাক্রাছড়িতে এসে তিনি সড়কটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী ও দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে, কাপ্তাই উপজেলা প্রকৌশলী মো. মনিরুল ইসলাম চৌধুরী, ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যাসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, উপজেলা শহর (নন মিউনিসিপাল) মাস্টার প্লান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর রাঙামাটি জেলা কর্তৃক এক কোটি ৪৮ লক্ষ ৩৮ হাজার দুইশ ২০ টাকা ব্যয়ে সড়কটির নির্মাণ কাজ গত ৩১ জুলাই থেকে শুরু হয়েছে। যা ২০২৪ সালের ৩০ মে এর মধ্যে সমাপ্ত হবে বলে জানানো হয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড