• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

আহ্বায়ক স্বাক্ষর জাল করে যুবলীগের ভুয়া কমিটি গঠন!

  সোহেল রানা, সিরাজগঞ্জ

০১ আগস্ট ২০২৩, ১১:৪৭
আহ্বায়ক স্বাক্ষর জাল করে যুবলীগের ভুয়া কমিটি গঠন!

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক মীর আরিফুল ইসলাম উজ্জ্বলের স্বাক্ষর জাল করে ২নং বাঙ্গালা ইউনিয়ন যুবলীগের ভুয়া কমিটির গঠনের অভিযোগ উঠেছে।

গত ২৮ জুলাই সোশ্যাল মিডিয়ায় ২নং বাঙ্গালা ইউনিয়ন যুবলীগের শরিফুল ইসলামকে সভাপতি এবং খায়রুল ইসলামকে সাধারণ সম্পাদক ও রুবেল সরকারকে সাংগঠনিক সম্পাদক করে একটি ভুয়া কমিটির ঘোষণা দেয়া হয়।

বিষয়টি নিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

এর প্রেক্ষিতে ৩০ জুলাই গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লাপাড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল জানান ওই কমিটি বলেছেন, গত ২৮ জুন কে বা কাহারা আনার স্বাক্ষর নকল করে তিন সদস্য বিশিষ্ট ২নং বাঙ্গালা ইউনিয়ন আওয়ামী যুবলীগের একটি আংশিক কমিটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল করেছে। আদৌ এই স্বাক্ষর আমার নয় এবং এই কমিটির সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নাই।

তিনি আরও বলেন, এই কমিটি দেখে যুবলীগের কোনো নেতৃবৃন্দকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হইল।

এ বিষয়ে জানতে মুঠোফোনে ২নং বাঙ্গালা ইউনিয়ন যুবলীগের ভুয়া কমিটির সভাপতি, শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সাংগঠনিক সম্পাদক রুবেল সরকারকে কল দিলে তাদের তিনজনের ব্যবহিত মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য নেয়া যায়নি।

উল্লেখ্য, এ ঘটনায় স্থানীয় আওয়ামী যুবলীগের নেতা কর্মীদের ভিতরে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড