• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১  |   ২৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

চট্টগ্রামের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার সাইফুল ইসলাম

  এস এম শাহেদ হোসাইন ছোটন, বোয়ালখালী (চট্টগ্রাম)

২৪ জুলাই ২০২৩, ১২:৪৪
চট্টগ্রামের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার সাইফুল ইসলাম

চট্টগ্রামের বোয়ালখালী থানার এএসআই (নিরস্ত্র) মো. সাইফুল ইসলাম চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন।

গতকাল রবিবার (২৩ জুলাই) চট্টগ্রাম পুলিশ সুপার কার্যালয়ে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ বিপিএম বোয়ালখালী থানার এএসআই (নিরস্ত্র) সাইফুল ইসলামের হাতে ক্রেস্টসহ অন্যান্য পুরস্কার তুলে দেন।

এ সময় পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ড. আশিক মাহমুদ বিপিএমের নেতৃত্বে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আছহাব উদ্দিনসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বোয়ালখালী থানায় কর্মরত এএসআই (নিরস্ত্র) মো. সাইফুল ইসলাম অত্যন্ত সুকৌশলে অসংখ্য ওয়ারেন্ট ভুক্ত আসামিদের গ্রেফতার করায় গত মাসে ওয়ারেন্ট, সাজাপ্রাপ্ত ওয়ারেন্টের আসামি গ্রেফতারে চট্টগ্রাম জেলায় শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছে। এর আগেও এএসআই (নিরস্ত্র) মো. সাইফুল ইসলাম একাধিকার পুরস্কার প্রাপ্ত হন।

বোয়ালখালী থানার পুরস্কার প্রাপ্ত এএসআই (নিরস্ত্র) মো. সাইফুল ইসলাম বলেন, পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ড. আশিক মাহমুদ বিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় এ সফলতা অর্জন করেছি। চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ বিপিএম মহোদয়ের হাত থেকে এ ধরণের পুরস্কারে কর্মের ওপর আগ্রহ অনেকগুণ বেড়ে যায়।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আছহাব উদ্দিন বলেন, বোয়ালখালী থানার এএসআই (নিরস্ত্র) মো. সাইফুল ইসলাম একজন দক্ষ ও অত্যন্ত পরিশ্রমী অফিসার। আগামীতে সে আরও ভালো করবে। আমি তার সফলতা কামনা করছি।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড