• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১  |   ২৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

শ্রেণিকক্ষে ছাগল, বিদ্যালয়ে আসা-যাওয়া রূপকথার গল্প!

  মো. রেজোয়ান ইসলাম, নীলফামারী

২৩ জুলাই ২০২৩, ১৭:১৫
শ্রেণিকক্ষে ছাগল, বিদ্যালয়ে আসা-যাওয়া রূপকথার গল্প!

নীলফামারীর ডিমলা উপজেলায় বেশ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকারা যথা সময়ে উপস্থিত না হলেও সরকারের শিক্ষা অধিদপ্তরের নিয়ম অনুযায়ী শিক্ষক হাজিরা খাতায় নির্ধারিত সময়ের উপস্থিতি স্বাক্ষর দিয়ে থাকেন। যা অনেকটাই প্রশ্নবিদ্ধ।

শ্রেণিকক্ষে দেখা গেছে ছাগল। এমন কর্মকাণ্ডে শিশু ও কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে পাঠদানে অবহেলা বটে!

আজ রবিবার (২৩ জুলাই) দক্ষিণ খড়িবাড়ী পন্ডিতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ওই বিদ্যালয় নিযুক্ত ছয়জন শিক্ষকদের মধ্যে সকাল পৌনে দশটা পর্যন্ত সকলেই অনুপস্থিত। তবে মোছা. বিউটি বেগমের কিছুক্ষণ পর আসেন এবং সকাল দশটার মধ্যে প্রধান শিক্ষক বাদে সবাই বিদ্যালয়ে উপস্থিত হন। কিন্তু শিক্ষক হাজিরা খাতায় সকলের উপস্থিতি স্বাক্ষর দেখান সকাল ৯টায়। পাওয়া যায়নি শিক্ষক মুভমেন্ট খাতার কোন হদিস।

এ সময়ে উপস্থিত ছিল দ্বিতীয় শ্রেণির মাত্র তিনজন শিক্ষার্থী। আর বাকি শ্রেণিকক্ষ ও শহীদ মিনারে দেখা মিলছে তিনটা ছাগল। শিক্ষার্থীদের হাজিরা খাতা দেখতে চাইলে একনাগাড়ে সবার উপস্থিতি লিখতে শুরু করেন ওই প্রতিষ্ঠানের এক সহকারী শিক্ষিকা। পরে দেখা গেছে- প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের হাজিরা খাতা গত ১৩ জুলাই থেকে আজ রবিবার (২৩ জুলাই) পর্যন্ত ফাঁক। এছাড়াও ওই বিদ্যালয় গত বুধবার (১৯ জুলাই) দুপুর ৩টায় নিজেরাই স্কুল ছুটি দিয়ে চলে যায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

স্থানীয় বাসিন্দা আল-আমিন ইসলাম জানান, বিউটি ম্যাডাম অসুস্থ তিনি স্কুলে সময় মতো আসলেও বাকি যারা আছেন তারা ঠিকমতো আসেন না।

এ প্রসঙ্গে প্রধান শিক্ষক মো. মমিনুল ইসলাম জানান, নির্বাচনি সহিংসতার কারণে স্কুলে শিক্ষার্থীরা আসে না। সে জন্য স্কুলে আসা-যাওয়ার একটু এ দিক সে দিক হয়। মুভমেন্ট খাতা খুঁজে পাওয়া যাচ্ছে না। দুই দিন পরে আসেন।

একই চিত্র পূর্ব খড়িবাড়ী আলো নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। যেখান চারজন শিক্ষক নিযুক্ত। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়ম অনুযায়ী ৯টা ১৫ মিনিটে শিক্ষকদের উপস্থিতি স্বাক্ষর হওয়ার বিধান থাকা সত্ত্বেও ওই বিদ্যালয়ে একজন শিক্ষিকা বিদ্যালয়ে আসেন সাড়ে দশটায়, আরেক সহকারী শিক্ষক আসেন দুপুর সাড়ে বারোটায়।

পূর্ব খরিবারি আলো নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তফিজার রহমান বলেন, সহকারী শিক্ষক মাহবুব হাসান পারিবারিক সমস্যায় আছে। আরেক সহকারী শিক্ষিকা জান্নাতুল মাওয়ার ছোট বাচ্চা আছে। দু'জনেই অল্প সময়ের মধ্যেই চলে আসবে।

খোঁজ নিয়ে জানা গেছে ওই সহকারী শিক্ষক মো. মাহাবুব কোনো পারিবারিক সমস্যায় নয় বরং তিনি বাড়িতে কৃষি কাজে ব্যস্ত। আরেক শিক্ষিকা জান্নাতুল মাওয়ার নিকটাত্মীয়ের ইউপি নির্বাচনে বিজয়ী হওয়ায় সহকর্মীদের জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে আসছেন।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নবেজ উদ্দিন সরকার দৈনিক অধিকারকে বলেছেন, বিদ্যালয়ে যথাসময়ে উপস্থিত হতেই হবে। দায়িত্বে অবহেলার কোনো সুযোগ নেই। আমরা অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড