• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১  |   ২৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

চট্টগ্রামে আ. লীগ-বিএনপির সংঘর্ষে সাংবাদিকের মোটরসাইকেল ভাঙচুর

  নিজস্ব প্রতিবেদক

২০ জুলাই ২০২৩, ১৩:৫৩
চট্টগ্রামে আ. লীগ-বিএনপির সংঘর্ষে সাংবাদিকের মোটরসাইকেল ভাঙচুর
ভাঙচুর হওয়া মোটরসাইকেল (ছবি : সংগৃহীত)

দেশব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পদযাত্রার অংশ হিসেবে চট্টগ্রাম নগর বিএনপির আয়োজনে কর্মসূচি পালন করা হয়। এর শেষ দিকে চটগ্রাম ১০ আসনের উপ-নির্বাচনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চুর ওয়াসা মোড়ের প্রধান নির্বাচনি কার্যালয়ে বিএনপির কর্মীরা হামলা চালায়।

প্রতিবাদে বিএনপির কার্যালয়ে পাল্টা হামলা চালিয়েছে সাবেক যুবলীগের আহ্বায়কের অনুসারীরা। এ সময় এক সাংবাদিকের গাড়ি ভাঙচুর করা হয়।

গতকাল বুধবার (১৯ জুলাই) দুপুরে নগর বিএনপির আয়োজিত পদযাত্রা শেষে একদল বিএনপিকর্মী মহিউদ্দিন বাচ্চুর নির্বাচনি কার্যালয়ে ইটপাটকেল ছোড়ে। একে কেন্দ্র করে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরবর্তীকালে নৌকার প্রার্থীর সমর্থকরাসহ নগর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিএনপির চট্টগ্রামের নসিমন ভবন ঘেরাও করে স্লোগান দিতে থাকে।

এ সময় আবারও দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন উপস্থিত নেতাকর্মীরা।

পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। এতে দৈনিক জনবাণী পত্রিকার সাংবাদিক আশিকুর রহমানের ব্যক্তিগত মোটরসাইকেলটি মহিউদ্দিন বাচ্চুর সমর্থকরা পরিচয় পাওয়ার পরও বিএনপি কর্মী বলে ভাঙচুর চালায় বলে অভিযোগ ভুক্তভোগীর।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড