• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১  |   ২৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

ডাকাতির প্রস্তুতিকালে গোয়েন্দা পুলিশের কাছে হাতেনাতে ধরা 

  মনিরুজ্জামান, নরসিংদী

২০ জুলাই ২০২৩, ১২:১০
ডাকাতির প্রস্তুতিকালে গোয়েন্দা পুলিশের কাছে হাতেনাতে ধরা 
গ্রেফতারকৃত আসামিরা (ছবি : অধিকার)

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে আন্ত:জেলা ডাকাতদলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

এ সময় দেশীয় অস্ত্র চাপাতি ও ছোরাসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়। এছাড়া পৃথক আরেকটি অভিযানে ২৩০ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। ওই সময় মাদক বহনকারী একটি পিকাপ জব্দ করা হয়।

বুধবার (১৯ জুলাই) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র সরকার।

গ্রেফতারকৃতরা হলেন- কুমিল্লা দেবীদ্বার থানার মৃত আব্দুল খালেকের ছেলে মো. আব্দুল আউয়াল (৪২), খুলনা পাইকগাছা এলাকার শেখ রফিকুল ইসলামের ছেলে মো. আবিদ হাসান নাহিদ (২১), পাবনা ঈশ্বরদী থানার মৃত শওকত আলীর ছেলে মো. ইমরান (৩০), ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার শামসু মিয়ার ছেলে শাকিল আহমেদ, একই থানার শামসু মিয়ার ছেলে আফজাল আহমেদ জনি (১৯)।

গ্রেফতারকৃতরা দেশের বিভিন্ন জেলার হলেও তারা ঢাকার বিভিন্ন এলাকায় বসবাস করেন।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বুধবার সকালে একদল আন্তঃজেলা ডাকাত দলের সদস্যরা ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগর এলাকায় অভিযান চালায়। ওই সময় ভেলানগর সততা হাসপাতালের সামনে ডাকাত দলের সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। ওই সময় ডাকাতদের গতিবিধি সন্দেহ হলে তাদের আটক করে। পরে তাদের ব্যবহৃত প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে তিনটি চাপাতি, দুইটি ছুরিসহ দেশীয় অস্ত্র-শস্ত্র উদ্ধার করা হয়।

এর আগে সকালে নরসিংদীর শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কারারচর মদিনা জুট মিল এলাকায় অভিযান চালিয়ে দুইশত ত্রিশ বোতল ভারতীয় তৈরি ফেন্সিডিলসহ ফালান ও মনির মিয়া নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। ওই সময় মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি পিকাপ আটক করে তারা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নরসিংদী সদর থানায় ডাকাতি ও শিবপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড