• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১  |   ২৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বোয়ালখালীর নতুন ওসি আছহাব উদ্দিন, বিদায় নিলেন আবদুল রাজজাক

  এস এম শাহেদ হোসাইন ছোটন, বোয়ালখালী (চট্টগ্রাম)

২০ জুলাই ২০২৩, ১১:৫৫
বোয়ালখালীর নতুন ওসি আছহাব উদ্দিন, বিদায় নিলেন আবদুল রাজজাক

চট্টগ্রামের বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া সার্কেলের পুলিশ পরিদর্শক মো.আছহাব উদ্দিন।

গত শনিবার (১৫ জুলাই) চট্টগ্রাম রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি নুরেআলম মিনা স্বাক্ষরিত এক আদেশে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরেআলম মিনার স্বাক্ষরিত এক আদেশে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল রাজজাককে কুমিল্লা জেলায় বদলি করা হয়। গত বছরের (২৬ জুন) বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগ দেন চট্টগ্রামের হাটহাজারী সার্কেল অফিসের পরিদর্শক আবদুর রাজ্জাক।

বুধবার (১৯ জুলাই) রাতে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আছহাব উদ্দিনকে বরণ ও বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজজাকের বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠানের আয়োজন করেছে বোয়ালখালী থানা।

বোয়ালখালী থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল করিম, বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন, বোয়ালখালী উপজেলার ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, বোয়ালখালী উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, বোয়ালখালী থানার বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) আবদুল রাজজাক, বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আছহাব উদ্দিন, পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রিটন সরকার, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, বোয়ালখালী প্রেসক্লাবের সহ-সভাপতি অ্যাডভোকেট সেলিম চৌধুরী, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের বোয়ালখালী প্রতিনিধি অধীর বড়ুয়া, কালের কণ্ঠের বোয়ালখালী প্রতিনিধি কাজী আয়েশা ফারজানা, দৈনিক অধিকারের বোয়ালখালী প্রতিনিধি এস এম শাহেদ হোসাইন ছোটন, দৈনিক ইনফো বাংলার বোয়ালখালী প্রতিনিধি মোহাম্মদ আলী রিপন প্রমুখ।

বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠানে বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আছহাব উদ্দিন বলেন, প্রথমে আমার কাজ হবে সকল নাগরিককে সেবা প্রদান ও বোয়ালখালী থেকে মাদক নির্মূল করা।

উল্লেখ্য, এ সময় তিনি সকল সাংবাদিক ও জনপ্রতিনিধিগণের সহায়তা কামনা করেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড