• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের উপর মৎস্যজীবি লীগ নেতার গুলি

  মনিরুজ্জামান, নরসিংদী

০২ জুলাই ২০২৩, ১৪:০২
জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের উপর মৎস্যজীবি লীগ নেতার গুলি

নরসিংদীর শিবপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের উপর গুলি চালানোর অভিযোগ উঠেছে সেলিম ভূঞা নামে এক মৎস্যজীবি লীগ নেতার বিরুদ্ধে। এছাড়াও এই ঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে অপি নামে এক ছাত্রদল নেতা আহত হন।

গতকাল শনিবার (১ জুলাই) দুপুরে শিবপুর পশ্চিম পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

এই ঘটনায় পিস্তলসহ মৎস্যজীবি লীগ নেতা সেলিমের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে টনক নড়ে পুলিশের। পরে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সেলিমসহ ঘটনায় জড়িত ৫ জনকে আটক করে।

আটককৃত অন্যরা হলো- আরিফ, কাউসার, হাসান ও অপু।

অভিযুক্ত সেলিম ভূঞা স্থানীয় রাজনীতিতে সংসদ সদস্য জহিরুল হক ভূইয়া মোহনের অনুসারী হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, শিবপুর বাসস্ট্যান্ডের পাশের একটি জমি নিয়ে মৎস্যজীবি লীগ নেতা সেলিম ও ছাত্রদল নেতা অপির পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার দুপুর ৩টার দিকে বিরোধপূর্ণ জমিতে গাছ লাগানোকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।

সংঘর্ষে সেলিম প্রতিপক্ষের উপর অস্ত্র দিয়ে গুলি চালায়। এ সময় কেউ গুলিবিদ্ধ না হলেও রামদা এর আঘাতে অপি আহত হয়।পরে তাকে স্থানীয় শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

শিবপুর থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, সংঘর্ষের ঘটনায় দাড়াঁলো অস্ত্রের পাশাপাশি আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে। এই ঘটনায় অস্ত্রসহ ৫ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড