• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১  |   ২৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

ডিমলায় ইউপি নির্বাচনে প্রতীক বরাদ্দ

  মো. রেজোয়ান ইসলাম, নীলফামারী

২৬ জুন ২০২৩, ১৩:৫২
ডিমলায় ইউপি নির্বাচনে প্রতীক বরাদ্দ

নীলফামারীর ডিমলা উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ১৩৯ জন প্রার্থীর মাঝে বিভিন্ন প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।

আজ সোমবার (২৬ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস সরকার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ঘোষণা করেন। প্রতীক বরাদ্দের সময় প্রত্যেক ইউনিয়নের প্রার্থী-সমর্থকদের মনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, খগাখড়িবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে চারজন, সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ১১ জন, সাধারণ ওয়ার্ড সদস্য পদে ২৯ জন। গয়াবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে সাতজন, সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ১১ জন, সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৩৩ জন।

টেপাখড়িবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচজন, সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে নয়জন ও সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৩১ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়।

খগাখড়িবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মো. আনোয়ার হোসেন (মোটরসাইকেল), বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. জাহাঙ্গীর আলম (নৌকা), মো. রফিকুল ইসলাম (আনারস) মো. রবিউল ইসলাম লিথন (চশমা)।

গয়াবাড়ী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. আনোয়ারুল হক (ঘোড়া), বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আমজাদ হোসেন সরকার (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মো. কামরুজ্জামান (চশমা), স্বতন্ত্র প্রার্থী মো. রুকুনুজ্জামান (মোটরসাইকেল), মো. লুৎফর রহমান (টেবিল ফ্যান), মো. শরীফ ইবনে ফয়সাল মুন (আনারস), বর্তমান চেয়ারম্যান মো. সামছুল হক (অটোরিকশা)।

টেপাখড়িবাড়ী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. আফছার আলী (মোটরসাইকেল), বর্তমান চেয়ারম্যান মো. ময়নুল হক (চশমা), বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রফিকুল ইসলাম (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মো. রবিউল ইসলাম সাহিন (আনারস) ও স্বতন্ত্র প্রার্থী মো. হারুনুর রশিদ।

এছাড়াও একইদিন উপজেলার ৩টি ইউনিয়নের সংরক্ষিত আসনের মহিলা ৩২ জন ও সাধারণ সদস্য পদে ৯১ জন প্রার্থীদের মাঝেও উপজেলা নির্বাচন অফিস বিভিন্ন প্রতীক বরাদ্দ সম্পন্ন করেন।

এ প্রসঙ্গে সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসার ও আসন্ন তিন ইউপি নির্বাচনের রিটার্নিং অফিসার মো. আব্দুল কুদ্দুস সরকার দৈনিক অধিকারকে জানান, উপজেলার তিনটি ইউনিয়নে বিভিন্ন পদে বৈধ ১৩৯ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ শেষ হয়েছে। প্রতীক বরাদ্দের পরপর প্রত্যেক প্রার্থী তার নির্বাচনি এলাকায় নির্বাচনি আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালাতে পারবেন। যদি কোনো প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘন হয়, তাহলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড