• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১  |   ২৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভুয়া পশু চিকিৎসককে শাস্তি দিলেন বিচারক

  সোহেল রানা, সিরাজগঞ্জ

১৩ জুন ২০২৩, ১১:২৩
ভুয়া পশু চিকিৎসককে শাস্তি দিলেন বিচারক

সিরাজগঞ্জের কামারখন্দে লিটন তালুকদার নামে একজন ভুয়া পশু চিকিৎসককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পশু চিকিৎসক না হয়েও এই পরিচয়ে চিকিৎসা দেওয়ায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ফার্মেসিতে থাকা অ্যান্টিবায়োটিকগুলো জব্দ করা হয়।

গতকাল সোমবার (১২ জুন) বেলা সাড়ে ১২টায় কামারখন্দ উপজেলার চালা শাহবাজপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে লিটনকে জরিমানা করা হয়।

কামারখন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সুমা খাতুন বলেন, পশু চিকিৎসার জন্য ভেটেরিনারির নিবন্ধন ব্যতীত কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবে না। অথচ, তিনি (লিটন) উপজেলার বিভিন্ন জায়গায় সাইনবোর্ডে নিজের নামের আগে ডাক্তার লিখে মানুষের সঙ্গে প্রতারণা করছিলেন।

তিনি আরও বলেন, এবার তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া তার ফার্মেসিতে থাকা অ্যান্টিবায়োটিকগুলো জব্দ করা হয়েছে এবং তাকে সর্তক করা হয়েছে।

উল্লেখ্য, এই প্রসিকিউশনে ছিলেন- কামারখন্দ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. ফরহাদ হোসেন চৌধুরী।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড