• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঐতিহ্যবাহী জল উৎসবে মাঠময় তরুণ-তরুণীদের ঢল

  এম. কামাল উদ্দিন, সিনিয়র স্টাফ রিপোর্টার (রাঙামাটি)

১৬ এপ্রিল ২০২৩, ১৫:৩৭
ঐতিহ্যবাহী জল উৎসবে মাঠময় তরুণ-তরুণীদের ঢল
ঐতিহ্যবাহী জল উৎসব অনুষ্ঠিত হচ্ছে (ছবি : অধিকার)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার এমপি বলেন, জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই সারাদেশে ন্যায় পার্বত্য চট্টগ্রাম বসবাস রত সকল সম্প্রদায়ের মানুষ উৎসব মুখর পরিবেশে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করতে পারছেন। যা অতীতে কোনো সরকারের আমলে এভাবে হাজার হাজার মানুষের সমাগমে এ ধরনের অনুষ্ঠান উদযাপন করা সম্ভব হয়নি। তাই এমন সম্প্রীতির বন্ধন ধরে রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় নিয়ে আশার আহ্বান জানান।

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম মানুষ চলাচলে দুর্ভোগ থেকে মুক্তি পেতে চন্দ্রঘোনা কর্ণফুলী সেতু নির্মাণের ঘোষণা দেওয়ায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিকে ধন্যবাদ জানান।

আজ রবিবার রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে পার্বত্য অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তার ঐতিহ্য সংরক্ষণ ও সংস্কৃতি বিকাশে এগিয়ে আসুন এই স্লোগানে রাঙামাটি জেলায় মারমা সংস্কৃতি সংস্থার (মাসস) উদ্যোগে এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সার্বিক সহযোগিতায় হাজার হাজার তরুণ-তরুণীর উপস্থিতিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে মারমা সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সাংগ্রাঁই জলবর্ষণ উৎসব ২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও মারমা সংস্কৃতি সংস্থা মাসস এর সভাপতি অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম ওয়াসাকা আয়শা খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাঙামাটি পার্বত্য জেলা জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, রাঙামাটি সেনানিবাস এএসইউ আটি:। ডেট কমান্ডার লে. কর্নেল মেজবাহুল আলম সেলিম, পিএসসি, জি, কাপ্তাই জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. নুর উল্লাহ জুয়েল পিএসসি, রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাস, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমেন দে, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব, সহকারী পুলিশ সুপার রাজস্থলী সাইফুল ইসলাম, সভাপতি অংছাপ্রু চৌধুরী, জেলা পরিষদের সদস্য অংসুইছাইন চৌধুরী, খাগড়াছড়ি মাউসের সভাপতি মংপ্রু চৌধুরী, বান্দরবান এমটিএ আহ্বায়ক চাথোয়াইপ্রু মাস্টার, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, রাইখালী ইউপি চেয়ারম্যান মংক্য মারমা প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- সাংগাই জল উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা, মারমা সংস্কৃতি সংস্থা মাসস এর সাধারণ সম্পাদক মংউচিং মারমা ময়না। আলোচনা সভা শেষে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী মং বাজিয়ে জল উৎসব উদ্বোধন করেন। পরে এক পাড়া থেকে অন্য পাড়ার যুবক যুবতীরা একে অপরের গায়ে জল ছিটিয়ে পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করে নেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড