• বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯  |   ২৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাহাড়ি সন্ত্রাসীদের সঙ্গে র‍্যাবের বন্দুকযুদ্ধে পাঁচ জঙ্গি আহত 

  মোহাম্মদ আব্দুর রহিম, স্টাফ রিপোর্টার (বান্দরবান)

০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫২
পাহাড়ি সন্ত্রাসীদের সঙ্গে র‍্যাবের বন্দুকযুদ্ধে পাঁচ জঙ্গি আহত 

বান্দরবানের রুমা উপজেলার রেমাক্রী প্রাংশা ইউনিয়নের দুর্গম এলাকায় অভিযান চালিয়ে জামাতুল আনসার ফিল হিন্দাল সারকিয়ার পাঁচ জঙ্গি সদস্যকে আটক করেছে র‍্যাব। এ সময় গোলাগুলির ঘটনায় র‍্যাবের ৮ সদস্য আহত হন এবং অভিযান এখনো অব্যাহত রয়েছে।

সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাবের মহা পরিচালক খুরশীদ হোসেন।

র‍্যাব সূত্রে জানায়, নতুন বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চীন ন্যাশলাল ফ্রন্ট ও নব্য জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল সারকিয়ার জঙ্গি সদস্যরা একটি ক্যাম্পে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে বান্দরবানের রুমা উপজেলার রেমাক্রি প্রাংশা এলাকায় অভিযান চালায় র‍্যাব।

এ সময় র‍্যার্যাবের উপস্থিতি টের র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে জঙ্গি ও কেএনএফ সদস্যরা আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি ছুড়লে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এক পর্যায়ে র‍্যাবের আক্রমণে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এ সময় জামাতুল আনসার ফিল হিন্দাল সারকিয়ার পাঁচ জঙ্গিকে আটক করতে সক্ষম হয় র‍্যাব।

অভিযানের মাঝে জঙ্গিদের ছোড়া গুলিতে র‍্যাবের ৮ সদস্য আহত হয়েছেন বলে জানান র‍্যাবের মহাপরিচালক খুরশীদ হোসেন। তবে পালিয়ে যাওয়া জঙ্গিদের ধরতে র‍্যাবের অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ৪ মাসে পাহাড়ে চলমান র্যাবের অভিযানে জামাতুল আনসার ফিল হিন্দাল সারকিয়ার ৪৩ জঙ্গি ও কেএনএফ এর ১৪ সদস্যকে আটক করেছেন র‍্যাব।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড