• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১  |   ২৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

নওগাঁয় নৌকার ভরাডুবি

  কাজী কামাল হোসেন, ব্যুরো প্রধান (রাজশাহী)

২৯ নভেম্বর ২০২১, ১৫:০৭
ভোটকেন্দ্র
ভোটাধিকার প্রয়োগ করতে কেন্দ্রের সামনে লাইনে দাঁড়িয়ে ভোটাররা। ছবি : সংগৃহীত

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নওগাঁর দুই উপজেলায় নৌকার ভরাডুবি হয়েছে। উপজেলা দুটির মোট ২২টি ইউনিয়ন পরিষদে এবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরমধ্যে জেলার বৃহত্তম উপজেলা মান্দার ১৪টি ও বদলগাছি উপজেলার ৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এ দিকে, মোট ২২টি ইউনিয়নের মধ্যে ৭টিতে নৌকা ও ১৫টিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

শীতের সকাল উপেক্ষা করে রবিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকেই ভোটাররা ভোটকেন্দ্রে এসে লাইন ধরে ভোট দিয়েছেন। এরমধ্যে মান্দা উপজেলার মান্দা ইউনিয়ন এবং বদলগাছি উপজেলার পাহাড়পুর ও বদলগাছি সদর ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বাকি ১৯টি ইউনিয়নে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরমধ্যে মান্দা উপজেলার ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯৩ জন প্রার্থী ও বদলগাছি উপজেলায় ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে বিজয়ীরা হলেন- বদলগাছী সদর ইউপির নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন, কোলা ইউপির নৌকা প্রতীকের প্রার্থী শহিদুল ইসলাম স্বপন, পাহাড়পুর ইউপির নৌকা প্রতীকের প্রার্থী কিশোর, মিঠাপুর ইউপির নৌকা প্রতীকের প্রার্থী ফিরোজ, মথুরাপুর ইউপির নৌকা প্রতীকের প্রার্থী মাসুদ রানা, বালুভরা ইউপির ঘোড়া প্রতীকের প্রার্থী এমরান হোসেন, আধাইপুর ইউপির স্বতন্ত্র প্রার্থী ও আনারস প্রতীকের পল্টন এবং বিলাশবাড়ি ইউপির ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কেটু।

আরও পড়ুন : রায়পুরায় গৃহবধূর লাশ উদ্ধার

এ দিকে, বৃহত্তর মান্দা উপজেলার ভাঁরশো ইউপির নৌকা প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান সুমন, পরানপুর ইউপির নৌকা প্রতীকের প্রার্থী মাহফুজুর রহমান উজ্জল, কশব ইউপির নৌকা প্রতীকের প্রার্থী ফজলুর রহমান, মৈনম ইউপির নৌকার বিদ্রোহী প্রার্থী আনিছুর রহমান, ভালাইন ইউপির বিদ্রোহী প্রার্থী মোফস্তা, কালিকাপুর ইউপির বিদ্রোহী প্রার্থী হায়দার আলী, কাঁশোপাড়া ইউপির বিদ্রোহী প্রার্থী মো. আব্দুস ছালাম, গনেশপুর ইউপির স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম চৌধুরী বাবুল, প্রসাদপুর ইউপির স্বতন্ত্র প্রার্থী আব্দুল মতিন, কুসম্বা ইউপির স্বতন্ত্র প্রার্থী নওফেল, নুরুল্লাবাদ ইউপির স্বতন্ত্র প্রার্থী ইয়াছিন আলী, বিষ্ণপুর ইউপির স্বতন্ত্র প্রার্থী আজম উদ্দিন, মান্দা সদর ইউপির স্বতন্ত্র প্রার্থী তোফাজ্জল হোসেন ও তেঁতুলিয়া ইউপির স্বতন্ত্র প্রার্থী মোকলেছুর রহমান কামরুল নির্বাচিত হয়েছেন।

ওডি/নিলয়

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড