• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

খাগড়াছড়িতে মৎস্য সম্পদ উন্নয়নে পোনা অবমুক্তকরণ

  আল-মামুন, খাগড়াছড়ি

২৫ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪১
পোনা অবমুক্ত
খাগড়াছড়িতে মাছের পোনা অবমুক্তকালে বাংলাদেশ মৎস্য অধিদফতরের মহাপরিচালক কাজী শামস আফরোজসহ অন্যরা। ছবি : দৈনিক অধিকার

মৎস্য সম্পদ উন্নয়নে খাগড়াছড়িতে মাঠ পরিদর্শন শেষে মাছের পোনা অবমুক্তকরণসহ চাষিদের মাঝে উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

এরই ধারাবাহিকতায় শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে খাগড়াছড়ি জেলা সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দফতরে আয়োজিত ১ নম্বর প্রকল্প গ্রাম কিরণ চাকমার ক্রীক বাদ পরিদর্শনে গিয়ে মৎস্য চাষের বিষয়ে খোঁজ-খবর নেন বাংলাদেশ মৎস্য অধিদফতরের মহাপরিচালক কাজী শামস আফরোজ।

এ সময় বিভিন্ন প্রজাতির ৪০ কেজি মাছের পোনা অবমুক্ত শেষে ৮ জন উপকার ভোগীর হাতে মৎস্য উপকরণ তুলে দেন প্রধান অতিথি কাজী শামস আফরোজসহ অন্যরা। পরে মৎস্য অধিদফতরের মহাপরিচালক কাজী শামস আফরোজ মৎস্য চাষের লক্ষ্যমাত্রা অর্জনে চাষিদের বিভিন্ন ধারণা দেন। একই সাথে মৎস্য চাষিদের সুদিন ফিরছে উল্লেখ করে লক্ষ্য অর্জনে দক্ষতা এবং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধির বিকল্প নেই বলেও মন্তব্য করেন।

এ দিন ‘পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের’ আওতায় পার্বত্য চট্টগ্রাম সফরকালে তিনি বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেন।

আরও পড়ুন : দেশে এখন গণতন্ত্র নেই : শামা ওবায়েদ

খাগড়াছড়ি জেলা মৎস্য কর্মকর্তা ড. মঈন উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে আয়োজিত ওই অনুষ্ঠানে বাংলাদেশ মৎস্য অধিদফতরের উপ-পরিচালক আব্দুস ছাত্তার, অর্থ ও পরিকল্পনা বিভাগের আতাউর রহমান খান, পিডি মো. ইয়াছিন, শায়েলা শারমিন, খাগড়াছড়ি জেলা মৎস্য কর্মকর্তা মো. মোকলেছুর রহমান, পার্বত্য চট্টগ্রাম মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের সহকারী পরিচালক শরৎ কুমার ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুদৃষ্টি চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

ওডি/নিলয়

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড