• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১  |   ২৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিজিবির অভিযানে লক্ষাধিক পিস ইয়াবাসহ আটক ৪

  কক্সবাজার প্রতিনিধি

২৮ ডিসেম্বর ২০২০, ১৬:১৫
ছবি : সংগৃহীত

কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৪ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে ৪ ইয়াবা কারবারিকে আটক করেছে। তাদের কাছ থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বিজিবির কক্সবাজার রিজিয়নের আওতাধীন কক্সবাজার ব্যাটালিয়নের রেজুআমতলী বিওপি সদস্যরা সোমবার (২৮ ডিসেম্বর) রাতে এই অভিযান চালায় বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, রেজুআমতলী বিওপির সদস্যরা নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে, বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারে। সেই সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রাজাপালং ইউপির বাগানপাড়া ফিশারীঘাট নামক স্থানে ফাঁদ পেতে থাকে।

পরবর্তীতে আনুমানিক রাত সাড়ে তিনটার সময় ৪ জন ব্যক্তিকে পায়ে হেঁটে সীমান্ত এলাকা হতে বাংলাদেশের দিকে আসতে দেখে সন্দেহভাজন হিসেবে আটক করে। তাদের শরীরে অতিকৌশলে বাধা অবস্থায় লুঙ্গি দিয়ে মোড়ানো ব্যাগ তল্লাশি করে ৩ কোটি ৬০ লক্ষ টাকা মূল্যের ১ লক্ষ ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।

আটককৃতরা হলেন, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১, ব্লক-এফ/৩ এর মৃত নুরুল বশরের ছেলে মো. সৈয়দ (৩৭), একই ক্যাম্পের ব্লক-এফ/১২ এর মৃত জাহিদ হোসেনের ছেলে এনায়েতুর রহমান (২১), ব্লক-সি/১৩ এর মৃত সুলতান আহমেদের ছেলে মো. জুবায়ের (২০) এবং রোহিঙ্গা ক্যাম্প-৭, ব্লক-সি/১১ এর মৃত শামসুরের ছেলে নুর আলম (৩০)।

উল্লেখ্য, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় গত ১ জানুয়ারি হতে অদ্যাবধি পর্যন্ত চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি টহলদলকর্তৃক একশত চার কোটি একান্ন লক্ষ উনআশি হাজার ছয়শত টাকা মূল্যের ৩৪ লক্ষ ৮৩ হাজার ৯ শ ৩২ পিস বার্মিজ ইয়াবাসহ ২৮৫ জন আসামি আটক করে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড