• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

শৈলকুপায় রিপন হত্যা মামলায় ভাবির দায় স্বীকার

  সারাদেশ ডেস্ক

১৮ ডিসেম্বর ২০২০, ১০:৪৯
রিপন বিশ্বাস হত্যা
রিপন বিশ্বাস হত্যা মামলা। (ছবি: সংগৃহীত)

ঝিনাইদহের শৈলকুপায় রিপন বিশ্বাস হত্যা মামলায় তার ভাবি হত্যার ‘দায় স্বীকার করে’ আদালতে জবানবন্দি দিয়েছেন।

বৃহষ্পতিবার (১৭ ডিসেম্বর) জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. কামরুজ্জামানের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করা হয়।

শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, উপজেলার চররূপদা গ্রামের রিপন বিশ্বাস গত ৯ ডিসেম্বর রাত থেকে নিখোঁজ ছিলেন। এই ব্যাপারে তার স্ত্রী সোহাগী বেগম পরদিন শৈলকুপা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। বুধবার পুলিশ তার পচা গলা লাশ উদ্ধার করে।

ওসি বলেন, বুধবার বিকালে পুলিশ রিপনের ভাবি ফরিদা বেগমকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে। পুলিশের কাছে তিনি স্বীকার করেন ৯ ডিসেম্বর রাতে সম্পত্তির জন্য তারা স্বামী-স্ত্রী মিলে রিপনকে হত্যা করেছেন।

আরও পড়ুন : সাজগোজ করে বিয়েতে যাওয়ায় স্ত্রীকে খুন করল স্বামী

ফরিদা বলেন, বাড়িতেই রিপনকে হত্যা করা হয়েছে। তিনি রিপনকে পা চেপে ধরেন; আর তার স্বামী রান্নু গলা টিপে হত্যা করেন। হত্যার পর ভিকটিমের পেটে কোপ দেওয়া হয়। পরে ভোর রাতে লাশ বাড়ির পাশের একটি ডোবায় পুঁতে রাখা হয়।

ওসি বলেন, আজ বিকালে ফরিদা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিবেন। ফরিদার স্বামী রান্নু বিশ্বাস ১২ ডিসেম্বর থেকে পলাতক রয়েছেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড