• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১  |   ২৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

  বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রাম

২৫ আগস্ট ২০২০, ২০:২৮
খুন
ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন (প্রতীকী ছবি)

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বড় ভাই খুন হয়েছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে উপজেলার সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতের নাম মুহাম্মদ এমদাদ (৩০)। তিনি বাণীগ্রামের ৪ নম্বর ওয়ার্ড এলাকার ইছহাকের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম শহর এলাকায় গাড়ির লাইনম্যানের কাজ করত এমদাদ। গত দুই দিন ধরে নিজ কর্মস্থলে না যাওয়ায় মা-বাবা ও পরিবারের সদস্যদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এরই জেরে মঙ্গলবার এমদাদকে সকালে বাড়ির সদস্যরা মিলে মারধর করলে সে বাড়ি থেকে বের হয়ে চলে যেতে চেষ্টা করে। একপর্যায়ে তার বাবা ও ছোট ভাইয়েরা তাকে ধরে বাড়িতে নিয়ে আসলে আবারও মারধর করা হয়। একপর্যায়ে ছোট ভাই আমজাদ তার পেটে ছুরিকাঘাত করে জখম করে। পরবর্তীকালে স্থানীয়রা তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

খোঁজ নিয়ে জানা যায়, নিহত এমদাদের ৮ মাস বয়সী এক কন্যা সন্তান রয়েছে। বাবা-মা ও ভাইয়েরা মিলে মারধর করার একপর্যায়ে আপন ছোট ভাইয়ের হাতে খুন হয় এমদাদ।

নিহত এমদাদের শ্বশুর নাজিম উদ্দীন দৈনিক অধিকারকে বলেন, খুনিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন : দুমড়ে-মুচড়ে গেল প্রাইভেট কার, সাংবাদিকসহ আহত ৭

বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রেজাউল করিম মজুমদার দৈনিক অধিকারকে বলেন, এমদাদ নামে একজন পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে খুন হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সঠিক তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড