• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি

  সিরাজগঞ্জ প্রতিনিধি

১৭ জুলাই ২০২০, ২২:২৭
বন্যা
সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতি (ছবি : সংগৃহীত)

বসতভিটা ও ফসল তলিয়ে গিয়ে সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। যমুনার পানি সিরাজগঞ্জ পয়েন্টে ১০০ সেমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার প্রায় সোয়া দুই লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পানিবন্দী মানুষের মধ্যে বিশুদ্ধপানি ও শিশু এবং শুকনো খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে।

সরকারিভাবে যে দশ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে তা প্রয়োজনের তুলনায় নগন্য। বিশেষ করে পানিবন্দী কাওয়াকোলা ইউপির এমনই পরিবার রয়েছে যাদের চাল আছে কিন্তু রান্না করার সুযোগ নেই। একমাত্র কলাগাছের ভেলায় তাদের আশ্রয়স্থান হয়ে দাড়িয়েছে।

কাওয়াকোলার ১৬টি গ্রাম সম্পূর্ণ তলিয়ে গেছে। উচু জায়গার অভাবে অনেকে সার্বক্ষণিক পানি অথবা যাদের নৌকা আছে তারা নৌকায় আশ্রয় নিয়ে রয়েছে। এছাড়াও বন্যার কারণে গবাদি পশুর খাদ্য সংকট দেখা দিয়েছে। গরুগুলো শুকিয়ে যাচ্ছে। বন্যাকবলিতদের মধ্যে পানিবাহিত রোগ দেখা দিয়েছে। দুর্বিসহের মধ্যে জীবনযাপন করলেও প্রশাসন বা চেয়ারম্যান- মেম্বাররা তাদের খোঁজ নিচ্ছে না। এনিয়ে পানিবন্দী মানুষের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

আরও পড়ুন : পাইকগাছায় দেশীয় অস্ত্র সহ ৬ জন আটক

এদিকে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত চাল বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না। শুক্রবার সদরের কাওয়াকোলাসহ চারটি ইউনিয়নে ২৫শ পরিবারের মাঝে তিনি সরকারের বরাদ্দের ১০ কেজি করে চাল বন্যার্তদের মাঝে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড