• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনা সন্দেহে শেবাচিমে যুবক ভর্তি

  বরিশাল প্রতিনিধি

২০ মার্চ ২০২০, ২০:০৬
শেবাচিম
শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ড (ছবি : দৈনিক অধিকার)

করোনা ভাইরাস রোধে বরিশাল বিভাগে ৭৬৪ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৬২ জন হোম কোয়ারেন্টিনে এসেছেন। যা পূর্বের অপেক্ষা দ্বিগুণ। গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিনে ২১৩ জনকে আনা হয়েছিল। এ দিকে বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে অপর একজন যুবক শুক্রবার ভর্তি হয়েছেন।

শুক্রবার (২০ মার্চ) বেলা ১২টায় স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস বরিশাল বিভাগের ছয় জেলার তথ্য তুলে ধরে বলেন, বরিশালে নতুন ৬৩ জনসহ ১৪৫ জন, পটুয়াখালীতে নতুন ৩৮ জনসহ ৭৭ জন, ভোলায় নতুন ১৩১ জনসহ ১৮০ জন, পিরোজপুরে নতুন ৩৭ জনসহ ১২০ জন, বরগুনায় নতুন ৬৫ জনসহ ১৪৫ জন ও ঝালকাঠিতে নতুন ২৮ জনসহ ৯১ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এছাড়া বরিশাল সিটি করপোরেশন এলাকায় ৬ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

বাসুদেব কুমার জানান, কোয়ারেন্টিনে থাকা ৭৬৪ জনের অধিকাংশই প্রবাসী। এছাড়া বরগুনা জেলায় ১ জন রোগী আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। অপরদিকে বরিশাল শেবাচিম হাসপাতালে যে একজন রোগী আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। অবশ্য শুক্রবার দুপুরে মেহেন্দীগঞ্জ থেকে শহিদুল জমাদ্দার নামে এক যুবক শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। তিনি রাজধানীতে খাবার সরবরাহ করতেন। যদিও বরিশাল বিভাগে এখন পর্যন্ত কারও করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন : ময়মনসিংহে আড়াই হাজার প্রবাসীর খোঁজে স্বাস্থ্য বিভাগ

এ দিকে বিভাগে কোয়ারেন্টিন শেষ করেছেন ৩৮ জন। যার মধ্যে বরিশালে ১৩ জন, পটুয়াখালীতে আটজন, পিরোজপুরে তিনজন, বরগুনায় ১১ জন ও ঝালকাঠিতে তিনজন রয়েছে।

ওডি/এএইচ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড