• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১  |   ২৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনা ঝুঁকিতে পতেঙ্গা সমুদ্র সৈকত ও চট্টগ্রামের ২টি পার্ক বন্ধ 

  চট্টগ্রাম প্রতিনিধি

১৯ মার্চ ২০২০, ০৯:৩৫
চট্টগ্রাম
পতেঙ্গা (ছবি : দৈনিক অধিকার)

চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত এবং নগরীর ডবলমুরিং থানাধীন দুটি পার্ক বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে পতেঙ্গা সমুদ্র সৈকতে সর্বসাধারণের জনসমাগম নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

বুধবার (১৮ মার্চ) বিকাল ৩টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা বিশ্বে করোনা ভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাবের কারণে জনসমাবেশসহ বিভিন্ন জনবহুল এলাকায় করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। তাই এর সংক্রমণ রোধে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ মহল থেকে বিভিন্ন দিকনির্দেশনা ও জনসচেতনতামূলক প্রচারণা চলমান রয়েছে। এরূপ গণজমায়েতসহ অযাচিত ঘোরাফেরা সংক্রান্তে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও চট্টগ্রামের পতেঙ্গা সি বিচ এলাকায় জনসাধারণের অহেতুক উপস্থিতি পরিলক্ষিত হচ্ছে।

এতে করোনা ভাইরাস খুব সহজেই এবং দ্রুত বিস্তার লাভ করতে পারে। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে চট্টগ্রামের পতেঙ্গা সি বিচ এলাকায় জনসাধারণকে অহেতুক জমায়েত হওয়া সংক্রান্তে পুলিশ কমিশনারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হলো।

এ দিকে করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে বন্ধ ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম কর্ণফুলী শিশু পার্ক ও জাম্বুরী পার্ক।

চট্টগ্রাম ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ বলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মাহবুবুর রহমানের নির্দেশনায় বুধবার (১৮ মার্চ) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ করা হয়েছে নগরীর এই দুটি পর্যটন স্পট।

আরও পড়ুন : বগুড়ায় আগুনে পুড়ল স্বর্ণের দোকান

অপরদিকে শুধু পতেঙ্গা, কর্ণফুলী শিশু পার্ক কিংবা জাম্বুরী পার্ক নয় করোনা ভাইরাসের সংক্রমণ রোধে নগরীর সিআরবি, নেভালসহ বিভিন্ন জায়গায় নজর দেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

ওডি/জেএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড