• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

নাটোরে কোয়ারেন্টাইনে থাকা অনেকেই ঘুরছেন প্রকাশ্যে

  নাটোর প্রতিনিধি

১৫ মার্চ ২০২০, ১৫:০৪
নাটোর
বিদেশিফেরত (ছবি : দৈনিক অধিকার)

হোম কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ না হতেই নজরদারির অভাবে নাটোরে বিদেশফেরত অনেকেই ঘুরে বেড়াচ্ছেন প্রকাশ্যেই। পরিবারসহ এলাকার বাজার-হাটে প্রকাশ্যে যাচ্ছেন। এতে করে আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মধ্যে।

সূত্র জানায়, নাটোরে চীনসহ বিদেশফেরত ১১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখার পরামর্শ দেন জেলা স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে চীন ফেরত দুজনের হোম কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হয়েছে। বাকি ৯ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হলেও তারা সে নির্দেশনা মানছেন না।

শনিবার (১৪ মার্চ) সরেজমিনে সদর উপজেলার দিয়ারপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, এই গ্রামের মালয়েশিয়া ফেরত আব্দুল আওয়াল, চান মিয়া ও এরশাদ আলী প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। স্বাভাবিক জীবন যাপনের মতো চলাফেরা করছেন। পরিবারসহ এলাকার বাজার-হাটে প্রকাশ্যে যাচ্ছেন। এছাড়া শিশুদের সংস্পর্শেও আসছেন তারা।

এলাকাবাসীর অভিযোগ, উপজেলার দিয়ারপাড়া গ্রামের আব্দুল আওয়াল, চান মিয়া ও এরশাদ মালয়েশিয়া থেকে দেশে এসেছেন চলতি মাসের ৬ থেকে ১০ তারিখে। কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হওয়ার আগেই তারা খোলামেলাভাবে হাটে-বাজারে চলাফেরা করছেন। এতে করে আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মধ্যে।

স্থানীয় বাউল শিল্পী সোলায়মান আলী বলেন, ‘বিদেশফেরত কিছু লোক প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আমরা অনেক আতঙ্কের মধ্যে দিন পার করছি। কখন যেন তাদের মাধ্যমে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে।’

তবে বিদেশফেরত হোম কোয়ারেন্টাইনে থাকা আব্দুল আউয়াল বলেন, ‘মালয়েশিয়া থেকে দেশে আসার সময় তার শারীরিক কোনো পরীক্ষা-নিরীক্ষা করা হয়নি। এমনকি দেশে আসার সময় কোনো পরীক্ষা করা হয়নি। তার শরীরে করোনার সংক্রামক আছে কি না তা তার জানা নেই।’

তিনি আরও জানান, এ বিষয়ে জেলা স্বাস্থ্য বিভাগ থেকেও তাদের কোনো স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করা হয়নি। স্বাস্থ্য বিভাগের কেউ তাদের কাছে যায়নি।

আরও পড়ুন : ইতালিফেরত ৪৪ জন গাজীপুরের কোয়ারেন্টাইনে

নাটোরের সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান জানিয়েছেন, ‘বিদেশফেরত নাটোর জেলার ১১ জনের মধ্যে চীনফেরত ২ জনের কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হলেও অবশিষ্ট ৯ জন এখনো হোম কোয়ারেন্টাইনে রয়েছে। আমরা তাদের পরামর্শ দিয়েছি আলাদা থাকার জন্য। তারা যেন অন্তত ১৪ দিন কারও সংস্পর্শে না আসে।’

ওডি/জেএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড