• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

সোনারগাঁয়ে একই পরিবারের ৫ জনকে কুপিয়ে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ১

  সোনারগাঁ প্রতিনিধি, নারায়ণগঞ্জ

০৯ মার্চ ২০২০, ২০:০০
গ্রেপ্তার
আহতদের মধ্যে দুইজন (ছবি : দৈনিক অধিকার)

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় সোনারগাঁ থানায় আহতদের পক্ষ থেকে নেয়ামত আলী বাদী হয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ মামলায় মো. কাশেম আলী (৬৪), আবেদ আলী (৪৫), মো. খোকন (৩০), মোরসালিন (২৬), আলামিন (২৪), মোছা. নাসিমা (৪০) ও মো. নিলয়সহ (২৫) চার থেকে পাঁচজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়।

সোমবার (৯ মার্চ) পুলিশ মামলার ২ নম্বর আসামি আবেদ আলী (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।

আহতরা হলেন- উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের মামরকপুর গ্রামের নেয়ামত আলী, তার ছেলে নুরুল হক, মেয়ে নিলুফা, স্ত্রী আমেনা বেগম ও নেয়ামত আলীর ভাতিজা আলী আকবর।

অভিযোগে জানা যায়, একই এলাকার মৃত অহেদ আলীর ছেলে মো. কাশেম আলী গং ও নেয়ামত আলী গংদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে সোমবার দুপুরে মো. কাশেম আলী গং নেয়ামত আলী গংদের জমি থেকে মাটি কেটে নিয়ে যাওয়ার সময় বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে কাশেম আলী গং দলবল নিয়ে হামলা চালিয়ে প্রতিপক্ষকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ আহতদের।

পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থা গুরুতর হওয়ায় আহত আলী আকবর, নিলুফা, নুরুল হকের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

কাশেম আলী গংরা হলো- উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের মামরকপুর গ্রামের মো. কাশেম আলী, আবেদ আলী, মো. কাশেম আলীর ছেলে মো. খোকন, মোরসালিন, আলামিন, মো. কাশেম আলীর স্ত্রী মোছা. নাসিমা ও কামালের ছেলে মো. নিলয়সহ (২৫) অজ্ঞাত আরও চার থেকে পাঁচজন।

আরও পড়ুন : নান্দাইলে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষতি

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত করে পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড