• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাতক্ষীরায় ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষ, আহত ৪

  সাতক্ষীরা প্রতিনিধি

০৭ মার্চ ২০২০, ১৬:৫৫
ছাত্রলীগ নেতা
আহত ছাত্রলীগ নেতা ( ছবি : দৈনিক অধিকার )

সাতক্ষীরায় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে সংগঠনটির ৪ কর্মী আহত হয়েছে। আহতদের মধ্যে দুইজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (৭ মার্চ) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ৫ জনকে আটক করেছে। আহত উজ্জ্বলের কাছ থেকে একটি ধারালো ছোরা উদ্ধার করেছে পুলিশ।

বর্তমানে জেলা কমিটিহীন ছাত্রলীগের নেতাদের মধ্যে নতুন কমিটির সভাপতি-সম্পাদক পদ নিয়ে আশিক গ্রুপ ও পারভেজ গ্রুপ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

জেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী আশিক জানান- তার সমর্থিত ইব্রাহীম, হাসানুজ্জামান নিশান ও সাকিবসহ কয়েকজন ছাত্র শনিবার দুপুরে সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাসে বসে গল্প করছিল। এ সময় পারভেজ গ্রুপ সমর্থিত ফরহাদের সঙ্গে সিগারেট খাওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। এ সময় এই হামলার ঘটনা ঘটে।

পারভেজ গ্রুপ সমর্থকরা জানান, আনোয়ার সুমন, দেলোয়ার, আশিক, আদনান এই হামলার জন্য দায়ী। এতে কলেজছাত্র উজ্জ্বলসহ কয়েকজন আহত হন।

উজ্জ্বল অভিযোগ করে বলেন, তাদের মারধরের পর হাসপাতালে গেলে সেখানেও তাদের ওপর আরেক দফায় হামলা করা হয়।

আরও পড়ুন: শ্রমিক ছাঁটাই ও নির্যাতন বন্ধের দাবিতে বরিশালে মানববন্ধন

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, একটি মেয়েকে উত্ত্যক্ত করার ঘটনা নিয়ে সংঘর্ষের সূত্রপাত ঘটে। লিজা নামের ওই মেয়েটিকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড