• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বরিশালে বিদ্যুতের দাম বৃদ্ধিতে বিক্ষোভ

  বরিশাল প্রতিনিধি

০৬ মার্চ ২০২০, ১৫:১৪
বরিশাল
বরিশালে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ইউনাইটেড কমিউনিস্ট লীগ বরিশাল জেলা কমিটি (ছবি : দৈনিক অধিকার)

দেশব্যাপী বিদ্যুতের অযৌক্তিক দাম বৃদ্ধি রুখে দাঁড়ানো এবং চাল, ডাল, তেল, ওষুধসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ইউনাইটেড কমিউনিস্ট লীগ বরিশাল জেলা কমিটি।

শুক্রবার (৬ মার্চ) সকালে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য একের পর এক দেশীয় সম্পদ বিদেশীদের হাতে তুলে দিচ্ছে। অসাম্প্রদায়িক বাংলার মাটিতে ভারতের এক সাম্প্রদায়িক মানুষ হত্যাকারীকে মুজিব বর্ষে এনে জতির জনকের বর্ষকে কলঙ্কিত করছে সরকার। সরকার জনস্বার্থকে উপেক্ষা করে কতিপয় লোকের অবাধ লুটপাটের স্বার্থে জ্বালানী খাতে দায়মুক্তির আইন ও বিদ্যুতের দাম বৃদ্ধির আইন প্রণয়ন করেছে।

আরও পড়ুন : ইবতেদায়ি মাদরাসার জরিপে টাকার বাণিজ্য ৪ মোড়লের বিরুদ্ধে

ইউনাইটেড কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক অধ্যাপক জলিলুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য নিমাই মন্ডল, নজরুল ইসলাম, নৃপেন্দ্র নাথ বাড়ৈ, উপাধ্যক্ষ হারুন অর রসিদ, কমরেড অধ্যাপক বিরেন্দ নাথ রায়, কমরেড অধ্যাপক শাহ্ আজিজুর রহমান ও কমরেড অ্যাডভোকেট খালিদ বীন ওয়াহিদ প্রমুখ।

ওডি/এএইচ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড