• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

অনুমতিপত্র না থাকায় ফেরত গেল ইন্দো-বাংলাদেশ ফ্রেন্ডশিপ র‍্যালি

  অধিকার ডেস্ক

০২ মার্চ ২০২০, ০৬:৩৭
ফ্রেন্ডশিপ
‘ইন্দো-বাংলাদেশ ফ্রেন্ডশিপ র‌্যালি’ (ছবি : সংগৃহীত)

মুজিববর্ষ উদযাপনে যোগ দিতে আসা ‘ইন্দো-বাংলাদেশ ফ্রেন্ডশিপ র‌্যালি’ ফিরে গেল অনুমতি না থাকায়। ২১টি প্রাইভেট কার নিয়ে ৭১ সদস্যের এ দলটির বাংলাদেশে র‌্যালি করার কোনো অনুমতি পত্র দেখাতে পারেনি।

রবিবার (১ মার্চ) সকাল ৯টায় ভারতের পেট্রাপোল হয়ে বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশ করে র‌্যালিটি। কাগজপত্রের জটিলতা থাকায় সন্ধ্যা ৬টায় র‌্যালিটি ফিরে যায় ভারতে।

র‌্যালির নেতৃত্বে থাকা পশ্চিমবঙ্গের সাবেক পরিবহন ও ক্রীড়ামন্ত্রী মদন মিত্র বলেন, বাংলাদেশের ৫০ বছর পূর্তি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষকে স্বাগত জানাতে তারা প্রাইভেট কারসহ র‌্যালি নিয়ে এসেছিলেন। কিন্তু সব কাগজপত্র ঠিক থাকলেও কেবল র‌্যালি নিয়ে ভ্রমণের কোনো চিঠি না থাকায় বাংলাদেশ ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের ঢুকতে দেয়নি।

র‌্যালির সদস্য সুজাতা সাহা বলেন, স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর অবদান এবং বিশ্ববাসীকে জানাতে তারা এ র‌্যালির আয়োজন করেছিলেন। কিন্তু স্বপ্ন এখানে থেমে গেল। যেহেতু সিঙ্গেল এন্ট্রির ভিসা তাদের। অনেকের পাসপোর্টে প্রথম এন্ট্রি ছিল, যা ক্যানসেল হয়েছে। তাই পরবর্তীকালে খুব তাড়াতাড়ি আবার আসা অনিশ্চিত হয়ে পড়েছে।

আরও পড়ুন : আড়াই বছর পর রিজার্ভ তিন হাজার ৩০০ কোটি ডলার

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, র‌্যালি নিয়ে প্রবেশের অনুমতি থাকতে হয়। কারণ পথে নিরাপত্তার বিষয় থাকে। তাদের এ ধরনের কোনো অনুমতি না থাকায় ওপর মহলের সঙ্গে কথা বলে ফেরত পাঠানো হয়েছে।

ওডি/এএইচ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড