• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

আড়াই বছর পর রিজার্ভ ৩ হাজার ৩০০ কোটি ডলার

  নিজস্ব প্রতিবেদক

০২ মার্চ ২০২০, ০৫:৩৮
ব্যাংক
বাংলাদেশ ব্যাংকের লোগো (ছবি : সংগৃহীত)

বাংলাদেশ ব্যাংকের বিদেশি মুদ্রার রিজার্ভ আড়াই বছর পর ৩ হাজার ৩০০ কোটি ডলারে পৌঁছেছে। রবিবার (১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে রিজার্ভের পরিমাণ দেখানো হয় ৩৩ বিলিয়ন ডলার। প্রবাসী শ্রমিকদের আয় রেমিট্যান্সে প্রভাব ফেলেছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, গত ফেব্রুয়ারি মাসে ১৪৫ কোটি ২০ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা গত বছরের ফেব্রুয়ারির চেয়ে ১০ দশমিক ২ শতাংশ বেশি।

আর গত আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) ২০১৯-২০ অর্থবছরে রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ২৪৯ কোটি ৮৪ লাখ (১২ দশমিক ৫০ বিলিয়ন) ডলার। যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ২০ শতাংশ বেশি। ২০১৮-১৯ অর্থবছরে ১ হাজার ৪১ কোটি (১০ দশমিক ৪১ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স এসেছে প্রবাসীদের হাত ধরে।

২০১৭ সালের ২২ জুন রিজার্ভ ৩৩ বিলিয়ন ডলার অতিক্রম করে। যা মাস দুয়েকের মধ্যে বেড়ে ৩৩ দশমিক ৬৫ বিলিয়নে এসেছে। তবে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ ৩৩ বিলিয়ন ডলারের নিচে নেমে আসে। এর আড়াই বছর পর রবিবার সেই রিজার্ভ ফের ৩৩ বিলিয়ন ডলারে উঠেছে।

আরও পড়ুন : এলপিজির গায়ে মূল্য প্রদর্শনে প্রতিবেদন দেয়নি বিইআরসি

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হিসাব মতে, চলতি ২০১৯-২০ অর্থবছরে প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) বাংলাদেশের পণ্য রপ্তানি আয় কমেছে ৫ দশমিক ২১ শতাংশ। অপরদিকে প্রথম ছয় মাস জুলাই-ডিসেম্বর সময়ে আমদানি ব্যয় কমেছে ২ দশমিক ৭৩ শতাংশ।

ওডি/এএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড