• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

নাটোরে নারদ নদের ১২১ অবৈধ স্থাপনা উচ্ছেদ

  নাটোর প্রতিনিধি

২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৫৭
অবৈধ স্থাপনা উচ্ছেদ
অবৈধ স্থাপনা উচ্ছেদ (ছবি : দৈনিক অধিকার)

সরকারিভাবে সারা দেশে চলমান অবৈধ স্থাপনা উচ্ছেদের অংশ হিসেবে নাটোরের নারদ নদের তীরে ১২১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক মো. শাহরিয়াজের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা সকাল ১০টা থেকে শহরের হুগোলবাড়িয়া এলাকা থেকে তেবাড়িয়া হাট পর্যন্ত এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা. শরিফুন্নেসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসানসহ প্রশাসনের ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

অভিযান চলাকালে নারদ নদের দুই তীরের প্রায় ৩শ মিটার এলাকায় অবৈধভাবে নির্মিত কাঁচা-পাকা ঘরবাড়ি ভেকু মেশিন দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

আরও পড়ুন : বাগেরহাটে অগ্নিকাণ্ডে ২২ দোকান ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

উল্লেখ্য, সরকারিভাবে গত বছরের ২৩ ডিসেম্বর সারা দেশে একযোগে অবৈধ স্থাপনা উচ্ছেদের অংশ হিসেবে প্রশাসন নাটোরে নারদ নদের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করে। এর আগে নদীসমূহের জরিপ কাজ সম্পন্ন করে সীমানা চিহ্নিতকরণ ও অবৈধ দখলদারদের তালিকা প্রণয়ন করে তাদের অবৈধ স্থাপনা স্বেচ্ছায় সরিয়ে নিতে নোটিশ দেওয়া হয়। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সহযোগিতায় জেলা ও সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন এই কাজ সম্পন্ন করে।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড