• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাগেরহাটে অগ্নিকাণ্ডে ২২ দোকান ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

  বাগেরহাট প্রতিনিধি

২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৪১
আগুন
আগুন (ছবি : দৈনিক অধিকার)

বাগেরহাটের শরণখোলার চালিতাবুনিয়া বাজারে অগ্নিকাণ্ডে ২২ দোকান ভস্মীভূত হয়েছে। এতে অর্ধ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে ওই বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে শরণখোলা ও মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাউথখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন এবং রায়েন্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছাদুজ্জামান মিলন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের পাশে থাকার আশা ব্যক্ত করেন তারা।

ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে দর্জি কাপড়, রেডিমেড পোশাক, মুদি, ইলেক্ট্রনিক্স পণ্য সামগ্রী, মোবাইল রিচার্জ ও চায়ের দোকান রয়েছে।

আরও পড়ুন : মাগুরায় কালেক্টরেট সহকারীদের ৩ দিনের কর্মবিরতি

শরণখোলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মেশফাকুল আলম বলেন, আগুনের খবর পেয়ে মোরেলগঞ্জ ও শরণখোলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সমন্বয়ে কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছি। গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন আরও বেশি ভয়ংকর হয়ে উঠেছিল। আমরা সর্বোচ্চ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে এনেছি। বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিস খুলনার উপপরিচালক আকরাম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড