• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১  |   ২৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাগেরহাটে অবৈধ যানবাহন বন্ধে চলছে অভিযান

  বাগেরহাট প্রতিনিধি

০৮ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪৭
অবৈধ যানবাহন চলাচল বন্ধে অভিযান
অবৈধ যানবাহন চলাচল ও হাইড্রোলিক হর্ন বন্ধে অভিযান চলছে (ছবি : দৈনিক অধিকার)

বাগেরহাট জেলার মহাসড়কগুলোতে নছিমন, করিমন, মাহেন্দ্র, ভটভটি, থ্রি-হুইলারসহ সকল প্রকার অবৈধ যানবাহন চলাচল ও হাইড্রোলিক হর্ন বন্ধে অভিযান শুরু করেছে জেলা পুলিশ। গত কয়েকদিন ধরে এই অভিযান চলছে। শনিবার (৮ জানুয়ারি) পর্যন্ত ইজি-বাইক, নছিমন, করিমন, মাহেন্দ্র, ভটভটি জব্দ করা হয় এবং বিআরটিসিসহ ঢাকাগামী যাত্রীবাহী বাস ও ট্রাকের হাইড্রোলিক হর্ন জব্দ করছে।

গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) থেকে বাগেরহাট-খুলনা মহাসড়কের দশানী, মেগনিশতলা, খানজাহান আলী মাজার মোড়, কাটাখালী মোড়, রুপসা-মাওয়া মহাসড়কের ফকিরহাট বিশ্বরোড মোড়, মোংলা-খুলনা মহাসড়কের চুলকাঠি বাজারসহ কয়েকটি স্থানে অযান্ত্রিক যানবাহন চলাচল বন্ধে এ অভিযান শুরু করে জেলা পুলিশ।

অভিযানে অংশ নেন-বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়াটার) মো. মীজানুর রহমান, শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মো. মামুন অর রশীদ, মো. আল ফারুক, মো. আশরাফুজ্জামান, পুলিশ সার্জেন্ট অনুপম ঘোষ, মেহেদী হাসান ইমান, খায়রুল আলম, টিএসআই আব্দুল মান্নানসহ জেলা পুলিশের সদস্যরা।

এর আগে জেলা তথ্য অফিসের সহায়তায় জেলার মহাসড়কগুলোতে সচেতনতামূলক মাইকিং করা হয়।

আরও পড়ুন : ভোলা কালেক্টরেট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, ‘নিরাপদ সড়ক নিশ্চিত করতে বাগেরহাট জেলার কোনো মহাসড়কে অযান্ত্রিক যানবাহন চলাচল করতে পারবে না। মহাসড়কের কয়েকটি স্থানে পুলিশ অভিযান শুরু করেছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে সড়ক আইনানুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ওডি/এএইচ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড