• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঠাকুরগাঁওয়ে ২০১৮ সালের প্রশ্নপত্রে পরীক্ষা!

  ঠাকুরগাঁও প্রতিনিধি

০৩ ফেব্রুয়ারি ২০২০, ২২:০২
এসএসসি পরীক্ষা
ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (ছবি : দৈনিক অধিকার)

ঠাকুরগাঁওয়ে ২০২০ সালের প্রশ্নপত্রের পরিবর্তে ২০১৮ সালের প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছে এসএসসি পরীক্ষার্থীরা।

সোমবার (৩ ফেব্রুয়ারি) এসএসসি পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথমপত্র পরীক্ষায় ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কয়েকটি কক্ষে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে অভিভাবক ও শিক্ষার্থীরা। তবে পরীক্ষা শুরুর ২০ মিনিট পর প্রশ্নপত্র পরিবর্তন করে পরীক্ষার্থীদের সময় বৃদ্ধি করে পরীক্ষা নিয়েছে কেন্দ্র কর্তৃপক্ষ।

দুপুর ১টায় পরীক্ষা শেষ হওয়ার ২০ মিনিট পার হলেও পরীক্ষার্থীরা কেন্দ্রের বাইরে না আসলে অভিভাবকরা দুশ্চিন্তায় পড়ে যায়। পরে বের হলে অভিভাবকদের নিকট আসল ঘটনা জানান পরীক্ষার্থীরা।

পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা যায়, ভুলবশত কয়েকটি রুমে নৈর্ব্যক্তিক পরীক্ষার সময় ২০১৮ সালের ‘গ’ সেটের প্রশ্ন পরীক্ষার্থীদের দেওয়া হয়।

পরীক্ষার্থীরা জানায়, বাংলা প্রথম পত্রের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্র পেয়ে উত্তর লেখা শুরু করলে, পরে দেখা যায় এটি ২০১৮ সালের প্রশ্নপত্র। এতে প্রায় ২০ মিনিট অতিবাহিত হয়। স্যারদের বলার পরে নতুন করে ২০২০ সালের প্রশ্নপত্র দেয়। এতে অনেক কক্ষের পরীক্ষার্থীরা সময় বেশি পেলেও অনেকে সময় পায়নি বলে অভিযোগ করে। তাই বাংলা প্রথমপত্র পরীক্ষায় অনেকের ফেল করার সম্ভাবনা রয়েছে।

এ ব্যাপারে, ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব সালেহা খাতুন বলেন, অসাবধানতাবশত কয়েকটি কক্ষে ২০১৮ সালের প্রশ্নপত্র গেলে তা দ্রুত সমাধান করা হয়। পরীক্ষার্থীদের অতিরিক্ত সময় দেওয়া হয়েছে।

আরও পড়ুন : দৈনিক অধিকারে সংবাদ প্রকাশের পর ব্রকলি চাষ পরিদর্শনে লালতীর টিম

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন মুঠোফোনে জানান, ঘটনার বিষয়ে কেন্দ্রের কেউ আমাকে জানায়নি। খোঁজ নিয়ে বিস্তারিত বলতে পারব।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড