• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সাতক্ষীরায় যুবক আটক

  সাতক্ষীরা প্রতিনিধি

৩১ জানুয়ারি ২০২০, ১৮:৫৩
আটক
আটক যুবক বিল্লাল হোসেন তালুকদার (ছবি : দৈনিক অধিকার)

ফেসবুকে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চক্রান্তে জড়িত থাকার অভিযোগে সাতক্ষীরায় এক যুবককে আটক করেছে র‌্যাব।

শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে পৌর শহরের চালতেতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ওই যুবকের নাম বিল্লাল হোসেন তালুকদার (২০)। সে চলতেতলা এলাকার বাগানবাড়ির মো. গিয়াস উদ্দিনের ছেলে।

র‌্যাব-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক (সিনিয়র এএসপি) বজলুর রশীদ দৈনিক অধিকারকে জানান, গোপন সংবাদে তার নেতৃত্বে র‌্যাব সদস্যরা পৌর শহরের চলতেতলার বাগানবাড়ি এলাকায় অভিযান চালায়। এই অভিযানে এসএসসিসহ বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র অর্থের বিনিময়ে ফেসবুকে ফাঁস করার চক্রান্তে জড়িত থাকার অভিযোগে বিল্লাল হোসেন নামে এক যুবককে আটক করা হয়।

আরও পড়ুন : ঝিনাইদহে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

পরে র‌্যাবের জিজ্ঞাসাবাদে আটক বিল্লাল হোসেনের ফেসবুক আইডি- ‘Mohammed Habibul Bashar’ থেকে ফাঁসকৃত বিভিন্ন প্রশ্ন সংক্রান্ত মেসেজ পাওয়া যায়।

এ ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড