• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

গাজীপুরে বসতভিটা ও কবরস্থান দখলের অভিযোগ শিল্পপতির বিরুদ্ধে

  গাজীপুর সদর প্রতিনিধি

৩০ জানুয়ারি ২০২০, ১৮:৩২
বসতভিটা ও কবরস্থান দখল
ভুক্তভোগী আতাবর হোসেন (ছবি : দৈনিক অধিকার)

গাজীপুরে নুরে আলম নামে এক শিল্পপতি ও তার সমর্থকরা এক অসহায় পরিবারের বসতভিটা ও পারিবারিক কবরস্থান জবরদখল করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জয়দেবপুর থানা পুলিশ জবরদখলকারীদের সহযোগিতা করে বলে গাজীপুর সদর উপজেলার পূর্ব ডগরী গ্রামের ভুক্তভোগী আতাবর হোসেন পুলিশ সুপার বরাবর অভিযোগ করেন।

বিষয়টির সুরাহা না পেয়ে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) গাজীপুরে সাংবাদিকদের নিকট আতাবর হোসেন আক্ষেপ করে কান্নায় ভেঙে পড়েন।

অভিযোগে তিনি বলেন, শিল্পপতি নুরে আলম একটি জাল ও বিতর্কিত দলিল দেখিয়ে ওই জমি জবরদখলের হুমকি দিয়ে আসছিল। ডগরী মৌজার আর এস ৭০৬ খতিয়ানের ৭১৬৮ নম্বর দাগে অবস্থিত ওই জমিতে বাঁশ ঝাড় বিদ্যমান বলে জানান তিনি। ওই জমিতেই আতাবরের বসতবাড়ি এবং তার বাবা আকাল উদ্দিন ও কন্যা আক্তারা বেগমের কবর।

আতাবর দৈনিক অধিকারকে জানান, জবরদখলকারীরা তাকে মামলায় জড়িয়ে হয়রানির হুমকি দিচ্ছে।

আরও পড়ুন : বিনা চিকিৎসায় মারা গেলেন আ. লীগ নেতা

জয়দেবপুর থানা পুলিশকে জানিয়েও কোনো ফায়দা হচ্ছে না। এ দিকে আতাবরের মা হালিমন নেছা তার স্বামীর কবরস্থান জবরদখল হওয়ায় বিলাপ করছেন।

তবে তদন্ত কর্মকর্তা জয়দেবপুর থানার এসআই আলমগীর হোসেন এ ব্যাপারে কোনো বক্তব্য দেননি।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড