• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

নড়াইলে আসামিদের হামলায় আহত অপহৃত স্কুলছাত্রীর বাবা

  নড়াইল প্রতিনিধি

১৭ জানুয়ারি ২০২০, ২১:০৩
আব্দুর রহমান গাজী
আহত আব্দুর রহমান গাজী (ছবি : দৈনিক অধিকার)

স্কুলছাত্রী অপহরণ মামলায় আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে আসামিদের হামলার শিকার হয়েছেন অপহৃতের বাবা আব্দুর রহমান গাজী (৪৫)। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার দিকে নড়াইলের লোহাগড়ায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, নড়াগাতী থানার টোনা গ্রামের আব্দুর রহমান গাজীর মেয়ে উম্মে হাবিবাকে ২০১৩ সালের ২ অক্টোবর স্কুল থেকে ফেরার পথে দুর্বৃত্তরা অপহরণ করে। বড়দিয়া বালিকা বিদ্যালয়ের ওই ছাত্রীর এখন পর্যন্ত কোনো হদিস পাওয়া যায়নি। এ ঘটনায় ওই বছর ২ ডিসেম্বর ছাত্রীর মা হীরা বেগম বাদী হয়ে টোনা গ্রামের ইরান সরদারসহ (২৮) চারজনকে আসামি করে অপহরণ মামলা দায়ের করেন।

বৃহস্পতিবার ওই মামলায় হাজিরার দিন ছিল। হাজিরা শেষে নিজের কাজকর্ম সেরে বাড়ি ফেরবার জন্য লক্ষীপাশা থেকে রওনা হলে দিঘলিয়া পেট্রল পাম্পের মোড়ে পৌঁছালে আসামিরা জোর করে ইজিবাইক থেকে নামিয়ে আব্দুর রহমান গাজীকে মারপিট করে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করেন।

আরও পড়ুন: আমাদের আর খয়রাতির প্রয়োজন নেই: পরিকল্পনামন্ত্রী

লোহাগড়া থানার ওসি (তদন্ত) মো. আমানুল্লাহ আল বারী জানান, বিষয়টির তদন্ত চলছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ওডি/ এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড