• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ডিবি পুলিশ পরিচয়ে গরুভর্তি ট্রাক ছিনতাই!

  সোনারগাঁ প্রতিনিধি, নারায়ণগঞ্জ

১০ জানুয়ারি ২০২০, ১৭:০৫
গরুভর্তি ট্রাক
ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইকারীরা গরুভর্তি ওই ট্রাকটি নিয়ে পালিয়ে যায় (ছবি : প্রতীকী)

ডিবি পুলিশের পরিচয় দিয়ে নারায়ণগঞ্জে গরুভর্তি একটি ট্রাক ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ১টার দিকে সোনারগাঁ উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপুরদী এলাকার মধুমতি সিএনজি পাম্পের সামনে দুর্ধর্ষ এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

এ ঘটনায় গরুগুলোর মালিক রবিউল ইসলাম বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেছেন।

ভুক্তভোগী, পুলিশ ও মামলার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার বিকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চামারখুণ্ড গ্রামের সামসুল হকের ছেলে রবিউল ইসলাম ৩৭টি গরু নিয়ে একটি ট্রাকযোগে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপুরদী এলাকার মধুমতি সিএনজি পাম্পের সামনে পৌঁছালে ডিবি পুলিশ পরিচয়ে কয়েকজন তাদের ট্রাকের গতিরোধ করে। এরপর চালক শাহ আলম ও হেলপার ফরিদুল ইসলামকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইকারীরা ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন : খাজনা কম দেওয়ায় জামালপুরে সবজি বিক্রেতাকে হত্যা

এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান বলেন, ‘পরিত্যক্ত অবস্থায় ছিনতাই হওয়া ট্রাকটি মাওয়া এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ছিনতাই হওয়া গরুগুলো উদ্ধারে পুলিশের কয়েকটি টিম মাঠে কাজ করছে।’

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড