• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

খাজনা কম দেওয়ায় জামালপুরে সবজি বিক্রেতাকে হত্যা

  জামালপুর প্রতিনিধি

১০ জানুয়ারি ২০২০, ১৬:২৮
লাশ
নিহত সবজি বিক্রেতার লাশ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে (ছবি : প্রতীকী)

খাজনার টাকা কম দেওয়ায় জামালপুরে নুরুল ইসলাম (৬৫) নামে এক সবজি বিক্রেতাকে হত্যার অভিযোগ উঠেছে ইজারাদারের বিরুদ্ধে।

নিহত নুরুল ইসলাম জামালপুর সদর উপজেলার মেস্টা ইউনিয়নের মল্লিকপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।

শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের ভাটারা বাজারে এ ঘটনা ঘটে।

এ দিকে, ঘটনার পরপরই হত্যাকারী ইজারাদার বেলাল ও লাভলু ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। বেলাল ও লাভলু পরস্পর আপন ভাই।

স্থানীয়রা জানান, মল্লিকপুর গ্রামের নুরুল ইসলাম সকালে ভাটারা বাজারে সবজি বিক্রয় করতে যান। এ সময় ভাটারা ইউনিয়নের ধোপাদহ গ্রামের আব্দুল কাদের জিলানীর ছেলে ও বাজারের ইজারাদার বেলাল এবং লাভলু তার কাছে খাজনা চায়। পরে নুরুল ইসলাম তাদের পকেট থেকে ১০ টাকা বের করে দেন।

এক পর্যায়ে ‘টাকা কম হয়েছে’ বলেই ইজারাদার ওই সবজি বিক্রেতাকে ধমকাতে থাকলে তিনি এর প্রতিবাদ করেন। এতে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে বেলাল ও লাভলু মিলে সবজি বিক্রেতা নুরুল ইসলামকে এলোপাতাড়ি কিল-ঘুষি শুরু করে। এতে ঘটনাস্থলেই নুরুল ইসলামের মৃত্যু হয়।

স্থনায়ীরা অভিযোগ করেন, পুরো ঘটনাটি অন্য দিকে মোড় নেওয়াতে নুরুল ইসলাম হার্ট অ্যাটাকে মারা গেছে বলে অপপ্রচার চলানো হচ্ছে।

আরও পড়ুন : রংপুরে নিজ ঘরে যুবকের ঝুলন্ত লাশ

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) জোয়াহেরুল ইসলাম দৈনিক অধিকারকে বলেন, ‘হত্যাকাণ্ডের খবর পেয়েছি। লাশ উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। সুরতহাল ও ময়না তদন্তের পর বিস্তারিত বলা যাবে।’

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড