• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

সুনামগঞ্জে বিএনপির কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ

  সুনামগঞ্জ প্রতিনিধি

৩০ ডিসেম্বর ২০১৯, ১৪:১৪
পুলিশ
বিএনপির কার্যালয়ে পুলিশ (ছবি : দৈনিক অধিকার)

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তিকে ‌‌‌‘গণহত্যা দিবস’ উল্লেখ করে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা বিএনপি বিক্ষোভ মিছিলে বাধা দেয় পুলিশ।

সোমবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে বিএনপি কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ। সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে শহরের পুরাতন বাসস্টেশনে কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিয়েছেন নেতাকর্মীরা। তবে গ্রেফতার আতঙ্কে কার্যালয় প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ করেন বিএনপির নেতাকর্মীরা।

সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, জণগণের অধিকারকে লুণ্ঠন করে আজকে অবৈধভাবে এই সরকার ক্ষমতায় আছে। সবাই এক্যবদ্ধ থাকতে হবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।

আরও পড়ুন- শিশু পার্কে মাদক সেবনে যুবকের দণ্ড

এ সময় উপস্থিত ছিলেন- সহসভাপতি অ্যাডভোকেট মল্লিক মইনউদ্দিন সোহেল, অ্যাড. শেরেনুর আলী, মো. রেজাউল হক, আ ত ম মিসবাহ, অ্যাড. আব্দুল হক, আবুল কালাম, অ্যাড. জিয়াউর রহমান শাহিন, অ্যাড মো. আমিরুল ইসলাম, বিএনপি নেতা কালারচান, মো. কামরুল হাসান রাজু, তোফাজ্জল হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি মো. রায়হান উদ্দিন, প্রমুখ।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড