• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১  |   ২৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিপিএলে অত্যাধুনিক অন্যসব প্রযুক্তির মধ্যে যা থাকছে

  ক্রীড়া ডেস্ক

০১ অক্টোবর ২০১৯, ১৪:৪৭
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আলোচনায় এখন বঙ্গবন্ধু বিপিএল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রকাশ করেছে বঙ্গবন্ধু বিপিএলের নীতিমালা। বিসিবির নিজস্ব তত্ত্বাবধানে এবারের আসর মাঠে গড়াবে। সব কিছু ঠিক থাকলে ৬ ডিসেম্বর শুরু হয়ে ৯ জানুয়ারি শেষ হবে বিপিএলের সপ্তম আসর।

এবারের বিপিএলের থাকবে বিশ্বমানের প্রযুক্তি। আসুন জেনে নেই কী কী থাকছে এবারের বঙ্গবন্ধু বিপিএলে-

এবারের আসরে থাকছে মোট ৩০-৩৬টি ক্যামেরা। সকল ম্যাচের জন্য থাকছে, আল্ট্রা এজের সঙ্গে ডিআরএস। টিভিতে বিপিএল সম্প্রচার করার জন্য স্পোর্টস প্রোডাকশন ফার্ম বা কোম্পানি খুঁজছে বিসিবি। যে কারণে তারা দিয়েছে এক সংবাদ বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বঙ্গবন্ধু বিপিএলের অংশ হতে স্পোর্টস প্রোডাকশন ফার্ম বা কোম্পানিকে কী কী নিশ্চিত করতে হবে।

সকল ম্যাচের জন্য থাকছে, বল ট্র্যাকিংয়ের সঙ্গে ডিআরএস।

আল্ট্রা মোশন ক্যামেরা- ২ টি ফোরকে রেজুলেশনের।

আম্পায়ার ক্যামেরা- ২ টি হেড ক্যামেরা।

স্পাইডার ক্যামেরা- ১ টি।

জিং/ এলইডি স্টাম্প ও বেল- সকল ম্যাচের জন্য।

রোবটিক ক্যামেরা- ২ টি প্লেয়ারদের ডাগআউটের জন্য।

রেডিও ফ্রিকুয়েন্সি ক্যামেরা (আরএফ)- ১ টি।

সুপার স্লো মোশন ক্যামেরা- ২ টি ফোরকে রেসুলেশনের।

স্টাম্প ক্যামেরা- দুই দিকে (ব্যাটসম্যান ও উইকেটরক্ষক)।

এছাড়া থাকবে জিব ক্যামেরা, ড্রোন ক্যামেরা, বিশ্বমানের টেলিভিশন লাইভ গ্রাফিক্স ও নামিদামি ক্রিকেট ধারাভাষ্যকার।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড