• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১  |   ২৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

শীর্ষে ওঠার দ্বৈরথে মাশরাফিদের বিপক্ষে ব্যাটিংয়ে সাকিবরা

  অধিকার ডেস্ক    ২৮ জানুয়ারি ২০১৯, ১৮:১৩

মাশরাফি-সাকিব
রংপুরের অধিনায়ক মাশরাফি (বামে) ও ঢাকার অধিনায়ক সাকিব (ছবি : সংগৃহীত)

সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস বিপিএলে এখন পর্যন্ত খেলেছে ৮ ম্যাচ। তাদের চেয়ে ১টি ম্যাচে বেশি মাঠে নেমেছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। সমান ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তালিকার যথাক্রমে তিন ও চারে থাকলেও রান রেটে অন্য দলগুলোর চেয়ে ঢের এগিয়ে তারা। ফলে দুদলের দ্বৈরথের জয়ী দল উঠে যাবে বিপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে।

সোমবারের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে ঢাকা ও রংপুর। এরই মধ্যে হয়ে গেছে ম্যাচের টস। জিতেছেন ঢাকার অধিনায়ক সাকিব। তিনি মাশরাফির রংপুরকে পাঠিয়েছেন ফিল্ডিংয়ে।

চলতি বিপিএলে এটি দুদলের মধ্যকার দ্বিতীয় ম্যাচ। আগের দেখায় ২ রানের রুদ্ধশ্বাস জয় পেয়েছিল ঢাকা। অভিষেকে হ্যাটট্রিক করেছিলেন বর্তমানে চোটে থাকা স্পিনার আলিস ইসলাম। ম্যাচ সেরা বোলিংয়ে ২৬ রানে নিয়েছিলেন ৪ উইকেট। ঢাকার ৯ উইকেটে ১৮৩ রানের জবাবে রংপুর থেমেছিল ৯ উইকেটে ১৮১ রানে।

ঢাকা ডায়নামাইটস :

হজরতউল্লাহ জাজাই, সুনীল নারিন, রনি তালুকদার, সাকিব আল হাসান (অধিনায়ক), কিয়েরান পোলার্ড, আন্দ্রে রাসেল, শুভাগত হোম, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, শাহাদাত হোসেন, কাজী অনিক।

রংপুর রাইডার্স :

ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, রাইলে রুশো, এবি ডি ভিলিয়ার্স, ফরহাদ রেজা, মোহাম্মদ মিঠুন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), নাহিদুল ইসলাম, নাজমুল ইসলাম অপু, শফিউল ইসলাম, শহিদুল ইসলাম।

এসএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড